স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের কথা বান্ধবীদের জানাচ্ছেন? হতে পারে বিপদ
এমনটা করে থাকলে সাবধান হওয়ার সময় এসেছে। নিজের এবং স্বামীর ব্যক্তিগত জীবন, যৌনজীবন, ঘনিষ্ঠ মুহূর্ত নিয়ে বান্ধবীদের সঙ্গে আলোচনা করলে, নিজেই বিপদে পড়তে পারেন। ঠিক কী কি বিপদ হতে পারে জানেন?
হয়তো কথা বলতে বলতে বান্ধবীদের স্বামীর সম্পর্কে কিছু বলেছিলেন, বান্ধবীরা যদি তা স্বামীকে জানিয়ে দেন, এক্ষেত্রে আপনার স্বামীর খারাপ লাগতে পারে। মনে হতেই পারে, সম্পর্কে সবটাই হাটখোলা হয়ে যাচ্ছে। যদি বলেও ফেলেন, তবে স্বামীর কাছে স্বীকার করে নিন কথাটা আপনি বলে ফেলেছেন।
তবে সকলে সমান হয় না। অনেকে কিছু মনে নাই করতে পারেন। সেটা বুঝতে হবে, আপনার স্বামী এমন কিছুতে অসন্তুষ্ট হন কিনা।
কোনও কথা আপনার বান্ধবীকে বলার আগে ভেবে নিন, যদি আপনার সম্পর্কে আপনার স্বামী নিজের বন্ধুদের সঙ্গে আলোচনা করেন, তা হলে কি আপনার ভালো লাগবে? সেটা যদি না হয়, তাহলে স্বামীর জায়গাটা বুঝুন।
সব বন্ধু বা বান্ধবীদের বিশ্বাস করা যায় না। হয়তো আপনার বান্ধবীর মনের দিক থেকে ভালো, কিন্তু কথা চেপে রাখতে পারেন না। তাই কার সঙ্গে কী কথা আলোচনা করছেন তা বুঝে বলুন।
অনেকেরই স্বভাব হয় খোলামেলা আলোচন করার। আপনি যদি তেমন হন, নিজেকে বিরত রাখুন। আপনার একটা দারুণ যৌনজীবন থাকতেই পারে, কিন্তু সেটা আপনার ব্যক্তিগত বিষয়। স্বামীর সঙ্গে কীভাবে যৌনজীবন উপভোগ করছেন তা বলতে যাবেন না। চুপ থাকুন।