Advertisement

লাইফস্টাইল

Relationship : বিয়ের পরে অন্য পুরুষ কিংবা মহিলার সঙ্গে সেক্স...

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 07 Nov 2021,
  • Updated 1:32 PM IST
  • 1/8

বিয়ের পরে অন্য পুরুষ কিংবা মহিলার সঙ্গে সেক্স, খোলাখুলিভাবে এই সম্পর্ক এখনও কতজন মেনে নিতে পারে? কিন্তু একঘেঁয়ে জীবন কাটাতে এটা কি সঠিক পথ নয়? যদি স্বামী, স্ত্রী দু'জনই বিয়ের অনেক বছর পর এক ঘেঁয়েমি কাটাতে অন্য পুরুষ কিংবা মহিলার সঙ্গে সেক্স করে, তাতে কি কোনও সমস্যা হবে? এই প্রশ্নই করা হয়  সেক্সোলজিস্ট ইশিয়া ম্যাককেমিকে।

  • 2/8

বিয়ের পর স্বামী, স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে সেক্স করা ঠিক না ভুল, তা নিয়ে তিনি বিস্তারিত ধারণা দেন। 
 

  • 3/8

একটি আর্টিকেলে সেক্সোলজিস্ট ইশিয়া ম্যাককেমিক লেখেন, এক ব্যক্তি নির্দ্বিধায় একটি সাহসী প্রশ্ন রাখেন। তাঁর প্রশ্ন,"বিয়ের পর ১৫ বছর পেরিয়েছে। আমাদের সন্তানও আছে। স্ত্রীয়ের সঙ্গে সেক্স কেমন যেন একঘেঁয়ে হয়ে গেছে। যদিও, আমি চাই না আমার স্ত্রী অন্য কারওর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াক। পরে মনে হয়, যদি আমরা দু'জনই অন্য কারওর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াই, কেমন হয়? দু'জনের একঘেঁয়েমি দূর হবে। এটা কি করা উচিত?
 

  • 4/8

চিকিৎসকের বক্তব্য, ১৯৭০-র দশকে সেক্সুয়াল সুইংয়ের বিষয়টি আটকে যায়। যদিও, এটি আজও জীবিত। অনেক দম্পতিই সেক্সুয়াল সুইং করে থাকেন, যা জানলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। সমাজের উচ্চবিত্ত মানুষদের মধ্যে অল্পবয়সী দম্পতি এবং বরিষ্ঠ দম্পতিদের মধ্যে সেক্সুয়াল সুইং হয়েই থাকে।
 

  • 5/8

অনেকেই মনে করেন, এতে সম্পর্কে চিড় ধরে না। দীর্ঘদিন দম্পতির সম্পর্ককে টিকিয়ে রাখে। সম্পর্কে পার্টনারের একে অপরের প্রতি বিশ্বাস, বন্ধুত্ব, ভালোবাসা থাকলে তবেই সুইং করা যেতে পারে। তবে এক্ষেত্রে দম্পতিকে নিজেদের মধ্যে খোলাখুলি আলোচনা করতে হবে।
 

  • 6/8

দম্পতিরা এ সমস্ত বিষয়ে যতটা সৎ থাকবে এবং নির্দ্বিধায় আলোচনা করতে পারবে সম্পর্ক ততই মধুর হবে। আপনার পার্টনার কী চায়। কী মনে কছেন খোলা মনে জিজ্ঞেস করে নিন। 
 

  • 7/8

সেই ব্যক্তিকে চিকিৎসক আরও জানান, স্ত্রীকে বোঝাতে হবে এটি আপনার ফ্যান্টাসি। এটি যদি স্ত্রীকে বোঝাতে পারেন এবং আপনার স্ত্রী তাতে সম্মত হয়, করতেই পারেন।
 

  • 8/8

যৌন মিলনের বিষয়টি খুবই সংবেদনশীল। তাই এসব বিষয়ে তাঁকে ঠকাবেন না। আলোচনার মধ্যে দিয়ে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলুন। চটজলদি কোনও সিদ্ধান্তে না এসে, ভেবে নিন কী চান।

Advertisement
Advertisement