Advertisement

লাইফস্টাইল

Darjeeling Gangtok Temperature: গ্যাংটকে ১৬, দার্জিলিঙে কত চলছে? পাহাড়ের আবহাওয়ার পূর্বাভাস

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 05 Jun 2023,
  • Updated 4:30 PM IST
  • 1/9

Darjeeling Gangtok Temperature: দাবদাহে কাঁপছে গোটা রাজ্য। দক্ষিণবঙ্গ থেকে ব্যতিক্রম নয় উত্তরবঙ্গও। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা তাপমাত্রা বেড়েছে বেশ কয়েক ডিগ্রি।

  • 2/9

তার ওপর চড়া রোদে বাইরে বেরোনো মুশকিল হয়ে পড়েছে। নাজেহাল উত্তরবঙ্গবাসী। যার জের গিয়ে পড়েছে পাহাড়েও। দার্জিলিং-গ্যাংটকের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি বেশিতে যাচ্ছিল। ফলে উদ্বেগ বাড়ছিল পর্যটক মহলে।

  • 3/9

তবে কয়েকদিন চড়া গরমের পর সামান্য কমেছে দার্জিলিং-গ্যাংটকের বিভিন্ন এলাকার তাপমাত্রা। রাতের দিকে স্বস্তি ফিরেছে কিছুটা।

  • 4/9

দার্জিলিং, গ্যাংটক, মিরিক, কার্শিয়াং, কালিম্পং, শিলিগুড়ি, সব জায়গায়ই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আপাতত স্বস্তিদায়ক।

  • 5/9

সোমবার কালিম্পংয়ে ১৯ ডিগ্রি, দার্জিলিং ১৮ ডিগ্রি, মিরিকে ১৮ ডিগ্রি, গ্যাংটক ১৬ ডিগ্রি, কার্শিয়াংয়ে ১৮ ডিগ্রি, শিলিগুড়িতে ২৭ ডিগ্রি, জলপাইগুড়ি ২৭ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।

  • 6/9

যদিও শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ পাহাড় লাগাোয়া সমতলে গরম রয়েছে। তবে গত কয়েক দিনের চেয়ে সামান্য স্বস্তিদায়ক। বুধবার পর্যন্ত এই আবহাওয়া চলবে বলে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। বুধবারের পর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা সহ পাহাড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • 7/9

কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারের পর যারা পাহাড়ে থাকবেন তাদের বিশেষ করে পর্যটকদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে।

  • 8/9

ধসের কথা মাথায় রেখে সতর্ক করা হয়েছে দার্জিলিং, কালিম্পং জেলা প্রশাসনকেও। তবে সাবধানতা অবলম্বন করতে হবে পর্যটক ও গাড়িচালকদের বলে জানানো হয়েছে।

  • 9/9

আপাতত অবশ্য আকাশে মেঘও নেই, আর শীতলতার বালাই নেই। খটখটে রোদ্দুরে ছটফট করছেন আমজনতা। স্বস্তি একটাই গত দুদিনের চেয়ে কিছুটা কম।

 

Advertisement
Advertisement