Advertisement

লাইফস্টাইল

Relationship Tips: এই ৫ কাজ করলেই ভালোবাসায় ভরিয়ে দেন স্ত্রী, অধিকাংশ পুরুষই জানেন না

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Dec 2025,
  • Updated 4:12 PM IST
  • 1/9

বাড়িতে স্ত্রী খুশি তো সংসার 'হ্যাপি'। শান্তিতে থাকতে পারবেন। রোজ রোজ ঝামেলা হবে না। দাম্পত্যের গাড়ি মসৃণ গতিতে এগিয়ে যাবে।

  • 2/9

মুশকিল হল, অনেক বিবাহিত পুরুষই স্ত্রীকে খুশিতে রাখার কৌশলটা জানেন না। যার ফলে তাদের সংসারে শান্তি থাকে না। মাঝে মধ্যেই মনোমালিন্য হয়।

  • 3/9

এই সমস্যার কয়েকটি সহজ সমাধান রয়েছে আমাদের কাছে। এই কয়েকটি নিয়ম মেনে চললেই স্ত্রী খুশি থাকবেন। কোনও ঝামেলা ঝক্কি হবে না।

  • 4/9

তাই আর সময় নষ্ট না করে নিবন্ধটি পড়ে নিন। সেই টিপসগুলি কাজে লাগান। তাতেই খেলা ঘুরে যাবে। দেখবেন স্ত্রীর প্রেম পাবেন। তিনি আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেবেন।

  • 5/9

স্ত্রীর কথা শুনে চলুন। তিনি যা বলছেন, সেটা মেনে নিন। কিছু পছন্দ না হলে হালকা ঢঙে বলুন নিজের মনের কথা। তাহলেই খেলা ঘুরে যাবে। স্ত্রী আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেবেন।

  • 6/9

স্ত্রীর বাবা-মাকে সবসময় সম্মান করুন। তাঁদের প্রশংসা করুন স্ত্রীর সামনে। তাহলেই ধরণীর মন পাবেন। তিনি আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেবেন।

  • 7/9

নিজের স্ত্রীর প্রশংসা সবসময় করতে হবে। তাঁকে সবার সামনে প্রশংসা করুন। তাহলেই তিনি প্রেমে হাবুডুবু খাবেন। সব সমস্যার হয়ে যাবে সমাধান।

  • 8/9

স্ত্রীর সঙ্গে ঘুরতে যান। কাছেপিঠেই যান না হয় কোথাও। তাহলে তাঁর মন খারাপ দূর হবে। কেটে যাবে একঘেয়েমী। আর এটাই হল ভাল বিষয়।

  • 9/9

মাঝে মধ্যে স্ত্রীকে গিফট দিতে ভুলবেন না। এই কাজটা করলেই ঘরণীর প্রেম পাবেন। তিনি আপনাকে বগলছাড়া করবেন না। তাই আজ থেকেই এই সব ট্রিকস কাজে লাগানো শুরু করে দিন।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement