Advertisement

লাইফস্টাইল

Relationship Tips: পার্টনারের সঙ্গে উঠতে বসতে ঝগড়া, ৫ মোক্ষম কৌশলেই হবে 'হাওয়া বদল'

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Dec 2025,
  • Updated 3:54 PM IST
  • 1/9

সম্পর্কে থাকতে গেলে মাঝে মধ্যে কথা কাটাকাটি হতেই পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। বরং এটা না হলেই বুঝতে হবে কোথাও একটা সমস্যা রয়েছে।

  • 2/9

কথা কাটাকাটি যদি রোজ রোজ হয়, তাহলে কিন্তু সমস্যা। এমন পরিস্থিতিতে বিপদের আশঙ্কা বাড়তে পারে। সম্পর্ক চলে যেতে পারে বিচ্ছেদের কিনারে। তাই এই পরিস্থিতি সামাল দিতে হবে।

  • 3/9

এখন প্রশ্ন হল, কীভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়? আর সেই উত্তর দেওয়া হল নিবন্ধটিতে। আশা করছি, এই নিয়মগুলি মেনে চললেই সমস্যার সহজ সমাধান করে ফেলতে পারবেন।

  • 4/9

সবার প্রথমে আপনাকে কথা কাটাকাটির কারণ খুঁজে নিতে হবে। সেটা লিখে ফেলতে হবে এক জায়গায়। এই কাজটা করলেই সমস্যার সহজ সমাধান করতে পারবেন। দেখবেন ঝামেলা অশান্তি হবে না।

  • 5/9

আপনার কোনও দোষ রয়েছে কি না, সেটা দেখতে হবে। থাকলে নিজেকে শুধরে নিন। পাশাপাশি নিজের ভুলের জন্য বলতে হবে সরি। এই কাজটা করলেই কিন্তু বিষয়টা সহজেই সামলে নিতে পারবেন।

  • 6/9

কোথাও একটা ঘুরতে যেতেই হবে। সপ্তাহে একবার বেরন অথবা দুই সপ্তাহে একবার। ব্যাস, তাহলেই দেখবেন কাজ হবে। সঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি হবে না।

  • 7/9

একটু বেশি সময় দিন সঙ্গীকে। তার সঙ্গে ভাল সময় কাটান। আশা করছি, তাহলেই তিনি আপনার প্রেমে নতুন করে হাবুডুবু খাবেন। তার ফলে মিটে যাবে সমস্যা।

  • 8/9

মেনে নিতে শিখুন। সব বিষয়ে কথা বলবেন না। এটাই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে করবে সাহায্য। পাশাপাশি কমবে কথা কাটাকাটি।

  • 9/9

পরিশেষে বলি, এই সমস্যা যদি কিছুতেই না কমে, তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। রিলেশনশিপ এক্সপার্টের সঙ্গে কথা বলুন। তাহলেই সমস্যা থেকে বেরতে পারবেন।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement