Advertisement

ডায়াবেটিস আক্রান্তরা ভুলেও খাবেন না এই ওষুধ! সন্তানের উপর ভয়ঙ্কর প্রভাব

অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, মেটফরমিন খাওয়ার কিছু অসুবিধা রয়েছে। গবেষণা অনুযায়ী, মহিলার গর্ভধারণের আগে ৩ মাস কোনও পুরুষ যদি মেটফরমিন সেবন করেন, তাহলে তা শিশুর জন্মগত ত্রুটির ঝুঁকি ৪০ শতাংশ বাড়িয়ে দিতে পারে। গবেষণায় ১৯৯৭ থেকে ২০১৬ সালের মধ্যে জন্ম নেওয়া শিশুদের অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাদের বাবারা ছিলেন ডায়াবেটিসের রোগী এবং তাঁরা মটফরমিন নিতেন।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 29 Mar 2022,
  • अपडेटेड 8:50 PM IST
  • ডায়াবেটিস মূলত ২ প্রকারের
  • অনেক ডায়াবেটিস রোগী মেটফরমিন খান
  • পড়তে পারে সন্তানের ওপর প্রভাব

ডায়াবেটিসে (Diabetes) রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। ডায়াবেটিস ২ প্রকার, টাইপ ১ ডায়াবেটিস এবং টাইপ ২ ডায়াবেটিস। টাইপ ১ ডায়াবেটিসে অগ্ন্যাশয় দ্বারা ইনসুলিন মোটেই উৎপাদিত হয় না, আর টাইপ ২ ডায়াবেটিসে অগ্ন্যাশয় দ্বারা কম পরিমাণ ইনসুলিন উৎপাদিত হয়।  

বাজারে টাইপ ২ ডায়াবেটিসের অনেক ওষুধ পাওয়া যায়। যার মধ্যে একটি হল মেটফরমিন (Metformin)। মেটফরমিন টাইপ ২ ডায়াবেটিসের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী। যাঁরা ইনসুলিন ইনজেকশন নিতে চান না তাঁদের ওষুধ হিসেবে মেটফরমিন দেওয়া হয়। মেটফরমিন ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা কমায়। যার কারণে ডায়াবেটিস সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায়।

অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, মেটফরমিন খাওয়ার কিছু অসুবিধা রয়েছে। গবেষণা অনুযায়ী, মহিলার গর্ভধারণের আগে ৩ মাস কোনও পুরুষ যদি মেটফরমিন সেবন করেন, তাহলে তা শিশুর জন্মগত ত্রুটির ঝুঁকি ৪০ শতাংশ বাড়িয়ে দিতে পারে। গবেষণায় ১৯৯৭ থেকে ২০১৬ সালের মধ্যে জন্ম নেওয়া শিশুদের অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাদের বাবারা ছিলেন ডায়াবেটিসের রোগী এবং তাঁরা মটফরমিন নিতেন।

আরও পড়ুন

সমীক্ষা অনুসারে, টাইপ ২ ডায়াবেটিস ছিল এমন পুরুষদের শিশুদের মধ্যে জন্মগত ত্রুটি ছিল ৩.১ শতাংশ। তবে তাঁরা মটফরমিন নিতেন না। আর ডায়াবেটিসে আক্রান্ত যেসব পুরুষরা মেটফরমিন নিতেন তাঁদের শিশুদের মধ্যে জন্মগত ত্রুটির পরিমান ৪.৬%। এক্ষেত্রে শিশুদের যৌনাঙ্গে বিশেষ করে সমস্যা দেখা দেয়। গবেষণায় আরও দেখা গিয়েছে যে যাঁরা তিন মাসের আগে বা পরে মেটফরমিন গ্রহণ করেছেন তাঁদের বাচ্চাদের মধ্যে কোনও ত্রুটি নেই।

গবেষকরা গর্ভধারণের তিন মাস আগে ইনসুলিন গ্রহণকারী বাবাদের থেকে জন্ম নেওয়া শিশুদের মধ্যে কোনও ত্রুটি খুঁজে পাননি। এক্ষেত্রে মনে রাখতে হবে, এই বিষয়ে এখনও পর্যন্ত কোন সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এমতাবস্থায় এই বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। তাতেই স্পষ্ট ফল পাওয়া যাবে। তবে যে সমস্ত ডায়াবেটিসে আক্রান্ত পুরুষরা মেটফরমিন সেবন তাঁদের সন্তান নেওয়ার আগে একবার চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement