Advertisement

Happy Dhanteras 2021: শুভ ধনতেরাস! WhatsApp, Instagram, Facebook-এ সকলকে পাঠান শুভেচ্ছা বার্তা

Happy Dhanteras 2021: ধনতেরাসে লক্ষ্মী- গণেশ পুজো (Lakshmi Ganesh Puja) করা হয়। বিশ্বাস করা হয় যে, এদিন সোনা (Gold) - রুপো (Silver) বা ধাতু (Metals) কিনলে পরিবারে সুখ- সমৃদ্ধি ঘটে। অতিমারীর মধ্যে ভার্চুয়াল মাধ্যমে (Virtual Messages) সকলকে পাঠান ধনতেরাসের শুভেচ্ছা (Dhanteras Wishes)। 

ধনতেরাসের শুভেচ্ছা বার্তা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Nov 2021,
  • अपडेटेड 2:00 PM IST
  • কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতেই হয় ধনতেরাস।
  • ধনত্রয়োদশী কিংবা ধন্বন্তরি- ত্রয়োদশীই সংক্ষেপে ধনতেরাস।
  • এই বছর ধনতেরাসে বিশেষ শুভ যোগ রয়েছে পুজো ও কেনাকাটার জন্য।

Happy Dhanteras 2021: কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতেই হয় ধনতেরাস (Dhanteras)। দীপাবলির (Deepawali) ঠিক দু'দিন আগে, ধনত্রয়োদশী কিংবা ধন্বন্তরি- ত্রয়োদশীই সংক্ষেপে ধনতেরাস। এই উৎসব দিয়েই আসলে সূচনা হয় প্রায় ৫ দিন ব্যাপী দীপাবলির উদযাপনের। এই বছর ধনতেরাস পড়েছে ২ নভেম্বর, মঙ্গলবার। এই বছর ধনতেরাসে বিশেষ শুভ যোগ রয়েছে পুজো ও কেনাকাটার জন্য। এমনকী যারা বিনিয়োগ করার কথা ভাবছেন, তাঁদের জন্যেও এই বছর ধনতেরাস অত্যন্ত শুভ সময় (Auspicious Time)। 

গোটা দেশের হিন্দুরা এই উৎসবকে অত্যন্ত শুভ বলে মনে করে। যে কোনও কাজ সম্পন্ন করার জন্য এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধনতেরাসে লক্ষ্মী- গণেশ পুজো (Lakshmi Ganesh Puja) করা হয়। বিশ্বাস করা হয় যে, এদিন সোনা (Gold) - রুপো (Silver) বা ধাতু (Metals) কিনলে পরিবারে সুখ- সমৃদ্ধি ঘটে। গয়না, বাসনপত্রের দোকানে ক্রেতারা ভিড় জমান। শুধু দোকান নয়, অনেকে বাড়িতেও পুজো করেন। অতিমারীর মধ্যে ভার্চুয়াল মাধ্যমে (Virtual Messages) সকলকে পাঠান ধনতেরাসের শুভেচ্ছা (Dhanteras Wishes)। 

আরও পড়ুন: ৬৭৭ বছর পর বিরল মহাসংযোগ! শনি-বৃহস্পতির মকরে অবস্থানে শুভ ফল মিলবে দীর্ঘকাল

 

ধনতেরাসের শুভেচ্ছা বার্তা (Dhanteras 2021 Wishes)

* এই ধনতেরাসে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসুক। শুভ ধনতেরাস!
 
* মা লক্ষ্মীর কৃপা আপনার ও আপনার পরিবারের প্রতি সর্বদা থাকুক এই কামনা করি। শুভ ধনতেরাস ২০২১!  

* সকলকে জানাই ধনতেরাসের প্রীতি ও শুভেচ্ছা। 

* আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষয় হোক...শুভ ধনতেরাস! 

Advertisement

আরও পড়ুন: ধনতেরাসে বিশেষ রাজযোগ! কেনাকাটা, বিনিয়োগে লাভ হবে ৩ গুণ

* ধনলক্ষ্মীর কৃপায় ঘুচে যাক দুঃখ- অশান্তি, আসুক সুখ সমৃদ্ধি! শুভ ধনতেরাস! 

* এই ধনতেরাসে আপনার পরিবারে ভরে থাকুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। শুভ ধনতেরাস ২০২১!

* আপনার উপর অর্থের বর্ষণ হোক সর্বদা, ধনতেরাসের পুণ্য লগ্নে এই কামনাই করি। ধনতেরাসের শুভেচ্ছা!  

* এবারের ধনতেরাসে আপনি যা যা চেয়েছেন, আপনার মনের সমস্ত আশা পূর্ণ হোক।  

* সমৃদ্ধি আসুক ধনতেরাসে, লক্ষ্মী আসুক সবার ঘরে! শুভ ধনতেরাস ২০২১...  

আরও পড়ুন: ধনতেরাসে সোনা-রুপো-ধাতু কেনা 'মাস্ট'? জানুন এই নিয়মের পৌরাণিক ব্যাখ্যা

* আপনার পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক। মা লক্ষ্মী ও কুবেরের কৃপাদৃষ্টি সর্বদা আপনাদের উপরে থাকুক। ধনতেরাসের প্রীতি ও শুভেচ্ছা। 

* আজ যে কাজই শুরু করবেন তাতেই যেন সাফল্য পান, সব স্বপ্ন যেন পূর্ণ হয় আজ। ধনতেরাসের শুভেচ্ছা। 

* ধনতেরাস উপলক্ষে লক্ষ্মী-গণেশ আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করুক। ধনতেরাসের শুভেচ্ছা আপনার ও আপনার পরিবারকে। 

আরও পড়ুন: দীপাবলির পরেই চন্দ্রগ্রহণ! সাবধান, সমস্যা বাড়বে এই রাশির জাতকদের

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement