Advertisement

Unwanted Hair On Face : মুখে অবাঞ্ছিত লোম গজাচ্ছে? মুক্তির ঘরোয়া উপায় রইল

মুখের ত্বক খুবই সংবেদনশীল। তাই ওয়াক্সিং বা ব্লিচের মাধ্যমে অবাঞ্ছিত লোমগুলি সরানো গেলেও তা ত্বকের জন্য ক্ষতিকারক হয়ে উঠতে পারে। তবে ডিম ও চিনির ঘরোয়া প্রতিকার এক্ষেত্রে অনেকটাই কাজে আসতে পারে। চলুন জেনে নেওয়া যাক বিষয়টি।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 23 Jun 2022,
  • अपडेटेड 4:14 PM IST
  • মুখে অনেক মহিলারই অবাঞ্ছিত লোম হয়
  • অবাঞ্ছিত লোম সরানোর খরচ অনেক
  • ঘরোয়া পদ্ধতিতে করা যায় সমাধান

মহিলারা নিজেরে সৌন্দর্য ধরে রাখতে অনেক কিছুই করেন। কিন্তু মুখের অবাঞ্ছিত লোম (Unwanted Hair On Face) সবসময়ই মহিলাদের সৌন্দর্যের শত্রু। তাই কখনও ওয়াক্সিং, তো কখনও আবার আইব্রো করেন তাঁরা। এর ফলে টাকাও যেমন খরচ হয়, আবার কষ্টও হয় মহিলাদের। 

মুখের ত্বক খুবই সংবেদনশীল। তাই ওয়াক্সিং বা ব্লিচের মাধ্যমে অবাঞ্ছিত লোমগুলি সরানো গেলেও তা ত্বকের জন্য ক্ষতিকারক হয়ে উঠতে পারে। তবে ডিম ও চিনির ঘরোয়া প্রতিকার এক্ষেত্রে অনেকটাই কাজে আসতে পারে। চলুন জেনে নেওয়া যাক বিষয়টি।

খুব কম মানুষই জানেন যে ডিমের সাদা অংশ ত্বকের টোন পরিষ্কার করতে কার্যকরী। এ ছাড়া এটি নিয়মিত ব্যবহারে ত্বক টানটান হয়ে যায়। চিনি ব্যবহারের ফলে ডেড স্কিন পরিষ্কার হয়ে যায়। এই দুটি জিনিস ফেসপ্যাক হিসাবে ব্যবহার করা হলে মুখের সমস্ত অবাঞ্ছিত লোম সহজেই দূর হয়ে যাবে। 

কীভাবে বানাবেন ফেসপ্যাক?
এই ফেসপ্যাক (Face Pack) তৈরি করতে প্রথমে একটি ডিমের সাদা অংশে ২ চামচ চিনি মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখে লাগিয়ে শুকাতে দিন। ফেসপ্যাকটি শুকিয়ে গেলে হালকাভাবে ম্যাসাজ করে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এটি করুন।

মুখের অবাঞ্ছিত লোম দূর করতে যাঁরা ডিম ব্যবহার করতে চান না, তাঁরা ডিমের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এর জন্য ২ চা চামচ চিনি এবং ১০ চা চামচ জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই প্যাকটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট ধরে লাগিয়ে ম্যাসাজ করে পরিষ্কার জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার এটি করুন। এতে অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পাবেন।

আরও পড়ুনএকই বোতলে ১০০ রকম পারফিউম! স্মার্টফোনেই কন্ট্রোল, দাম কত?

Advertisement

আরও পড়ুনসরকারি ব্যাঙ্কে প্রচুর নিয়োগ, আবেদনের তারিখ-যোগ্যতা বিস্তারিত

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement