Advertisement

রাশিফল

Zodiac: মাস শুরুতেই হাত খালি হয়ে যায়? রাশি অনুযায়ী এই উপায়গুলি সমাধান

Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Mar 2022,
  • Updated 12:27 PM IST
  • 1/13

Astro Tips: আমরা সারা বছর ধনের দেবী লক্ষ্মীকে খুশি করার চেষ্টা করি। অনেক সময় মানুষ মনে করে যে অনেক পরিশ্রম ও  অধ্যাবসায়ের পরেও তারা কাঙ্ক্ষিত  অর্থ বা সাফল্য পাচ্ছেন না। কখনো কখনো পরিশ্রম অনুযায়ী অর্থ পান না আবার কখনো কাঙ্খিত বেতন ও পদোন্নতি পান না। ব্যবসায়ী হলে ব্যবসায় সমৃদ্ধি আটকে থাকে। যদি আপনার ক্ষেত্রেও এমন হয়, তবে আমরা আপনাকে রাশি অনুযায়ী এর প্রতিকার জানাচ্ছি।

  • 2/13

মেষ রাশি (Aries)
  আপনি যদি রাতে লাল চন্দন এবং জাফরান ঘষে সাদা কাপড়ে লাগিয়ে  আপনার সিন্দুক বা ভল্টে   বিছিয়ে দেন তবে আপনার সমৃদ্ধি সর্বদা বৃদ্ধি পাবে এবং হঠাৎ অর্থের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না।  সন্ধ্যায় বাড়ির প্রধান দরজায় একটি প্রদীপ জ্বালিয়ে তাতে  দুটি কালো গুঞ্জা রাখুন, তাহলে সারা বছর আপনার আর্থিক সমস্যা থাকবে না। আপনার আটকে থাকা টাকাও শীঘ্রই পেয়ে যাবেন। 
 

  • 3/13

বৃষ রাশি (Taurus)
প্রচুর অর্থ উপার্জনের পরেও আপনি যদি তা সঞ্চয় করতে না পারেন তবে লক্ষ্মী পুজোর সঙ্গে  পদ্ম ফুলেরও পুজো করুন এবং পরে এই ফুলটিকে একটি লাল কাপড়ে বেঁধে আপনার সম্পদের স্থানে অর্থাৎ সিন্দুকে  রাখুন।  রাতে গরুর ঘি দিয়ে দুটি প্রদীপ জ্বালিয়ে নির্জন স্থানে রাখুন এবং আপনার মনের  কথা জানান। শীঘ্রই আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। 

  • 4/13

মিথুন (Gemini)
 অর্থের অভাব হলে লক্ষ্মী-গণেশের পুজো করার সময় দক্ষিণাবর্তি শঙ্খের পুজো করে সেটিকে আপনার সম্পদ রাখার স্থানে রাখুন। যদি আপনি ঋণের কারণে চিন্তিত হয়ে থাকেন তবে লক্ষ্মী পুজো করার পরে, হলুদ গণেশের মূর্তিতে অর্পণ করুন। এতে আপনার কষ্টের অবসান হবে।

  • 5/13

কর্কট রাশি (Cancer)
অর্থ লাভের ইচ্ছা থাকলে সন্ধ্যায় অশ্বত্থ  গাছের নীচে তেল দিয়ে পঞ্চমুখী প্রদীপ জ্বালান।  যদি আপনি  ভগবান বিষ্ণুর মন্দিরে একটি ত্রিভুজ আকৃতির পতাকা উঁচু স্থানে এমনভাবে রাখেন যাতে এটি হাওয়াতে উড়তে  থাকে তবে আপনার ভাগ্য উজ্জ্বল হবে। 

  • 6/13


সিংহ রাশি (Leo)
রাতে বাড়ির প্রধান দরজায় গরুর ঘি-এর প্রদীপ জ্বালিয়ে রাখুন। সেই প্রদীপ যদি সকাল পর্যন্ত জ্বলতে থাকে, তাহলে বুঝবেন আপনার আর্থিক অবস্থা যেমন উন্নত হবে তেমনি সম্মান ও মানও বৃদ্ধি পাবে।  শত্রুরা যদি আপনাকে জ্বালাতন করে তাহলে দীপাবলির সন্ধ্যায় ডালিমের কলম দিয়ে অশ্বত্থ গাছের পাতায় শত্রুর নাম লিখে মাটিতে পুঁতে দিন। 

  • 7/13

কন্যা রাশি (Virgo)
 টাকা-পয়সা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে একটি লাল রুমালে একটি নারকেল বেঁধে ভল্ট বা সিন্দুকে রাখুন। টাকা আসতে শুরু করবে। দুটো কমলগট্টের মালা মা লক্ষ্মীর মন্দিরে অর্পণ করুন। চাকরি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে প্রতিদিন কাকদের মিষ্টি ভাত খাওয়ান। এতে  আপনার সমস্যার সমাধান হবে।

  • 8/13

তুলা রাশি (Libra)
ব্যবসায় ক্ষতির সম্মুখীন হলে বাট গাছের পাতায় সিঁদুর ও ঘি দিয়ে ওঁম শ্রীম শ্রীয় নমঃ মন্ত্র লিখুন এবং জলে ভাসিয়ে দিন। লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে তুলা রাশির জাতক জাতিকাদের সকালে স্নান করার পর লক্ষ্মী মন্দিরে ১১টি নারকেল নিবেদন করা উচিত।
 

  • 9/13

বৃশ্চিক (Scorpio)
এই রাশির জাতক জাতিকাদের যদি অর্থের আকাঙ্ক্ষা থাকে, তাহলে তাদের বাড়ির বাগানে বা বারান্দায় দুটি কলা গাছ লাগানো উচিত এবং তাদের যত্ন নেওয়া উচিত। তবে এই কলা গাছের ফল খাবেন না। পরিবারে অশান্তি থাকলে নাগকেশর ফুল এনে বাড়ির কোথাও লুকিয়ে রাখুন। যেখানে তাকে কেউ দেখতে পাবে না।

  • 10/13

ধনু রাশি (Sagittarius)
এই রাশির জাতক জাতিকাদের ধন-সম্পদ পেতে পানের পাতায়  রোলি দিয়ে শ্রী লিখে পুজোর জায়গায় রাখতে হবে এবং রোজ পুজো করতে হবে। তুলা রাশির জাতক জাতিকারা যদি কোনো রোগে ভুগে থাকেন তাহলে চন্দ্র দেবতার কাছে  রোগ নিরাময়ের জন্য প্রার্থনা করুন। অমাবস্যার কারণে চাঁদ দেখা না গেলেও প্রার্থনা করবেন।
 

  • 11/13

মকর (Capricorn)
টাকা দীর্ঘ সময় আটকে  থাকলে ঘরের উত্তর-পূর্ব কোণে প্রদীপ জ্বালান। বিবাহে বাধা থাকলে ভগবান বিষ্ণুর পুজো করুন এবং তাঁকে হলুদ বস্ত্র, হলুদ মিষ্টি নিবেদন করুন।
 

  • 12/13

কুম্ভ ( Aquarius)
 জীবনসঙ্গীর সঙ্গে মিল না হলে খির তৈরি করুন, লক্ষ্মীকে নিবেদন করুন এবং তারপর নিজে খান। এতে দাম্পত্য জীবনে মধুরতা আসবে। ধন লাভের জন্য নারকেলের শক্ত আবরণে ঘি ঢেলে লক্ষ্মীজির সামনে প্রদীপ জ্বালান। 
 

  • 13/13

মীন (Pisces)
 শত্রুপক্ষের সঙ্গে ঝামেলা হলে  কর্পূরের কাজল দিয়ে শত্রুর নাম লিখে তা পায়ের পাতা দিয়ে  মুছে দিন। অর্থলাভের জন্য, লক্ষ্মী মন্দিরে যান এবং পদ্ম ফুল, নারকেল এবং সাদা মিষ্টি নিবেদন করুন।

Advertisement
Advertisement