Advertisement

রাশিফল

Weekly Horoscope (22 To 28 September): সাপ্তাহিক রাশিফল ২২ থেকে ২৮ সেপ্টেম্বর: নতুন সপ্তাহটা কেমন কাটবে?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Sep 2025,
  • Updated 3:20 PM IST
  • 1/13

নতুন সপ্তাহেই দুর্গাপুজো। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী, একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে। মা দুর্গার আশীর্বাদে অনেক রাশির ভাগ্যে সৌভাগ্য আর সাফল্য মিলতে পারে। দেখে নিন এই সপ্তাহে আপনার রাশিফল।

  • 2/13

তুলা (Libra): ভাগ্যের সহায়তা মিলবে। চাকরিতে উন্নতির সুযোগ। ব্যবসায়ও লাভ হতে পারে। পরিবার নিয়ে ভ্রমণের সম্ভাবনা। অবিবাহিতরা শুভ সংবাদ পাবেন। প্রেমে আসবে ইতিবাচক পরিবর্তন। স্বাস্থ্য ভাল থাকবে।

  • 3/13

কর্কট (Cancer): কাজের জায়গায় আপনার প্রচেষ্টা প্রশংসিত হবে। অর্থভাগ্য শুভ, আটকে থাকা টাকা ফেরত মিলতে পারে। পরিবারে শান্তি ও আনন্দ বজায় থাকবে। ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আসবে। দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় হবে।

  • 4/13

কন্যা (Virgo): চ্যালেঞ্জের সপ্তাহ। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। অর্থে ওঠা-নামা থাকবে। পরিবারের কারও অসুস্থতা চিন্তার কারণ হতে পারে। দাম্পত্যে মতবিরোধ এড়াতে যোগাযোগ স্পষ্ট রাখুন। যোগ ও ধ্যানে চাপ কমবে।

  • 5/13

মকর (Capricorn): কর্মক্ষেত্রে জুটবে পরিশ্রমের সঠিক প্রতিদান। ব্যবসায় লাভ হবে। অর্থভাগ্য স্থিতিশীল। পরিবারে সম্পর্ক আরও দৃঢ় হবে। প্রেমে অনুকূল সময়। পুরনো অসুখ থেকে স্বস্তি আসতে পারে।

  • 6/13

মীন (Pisces): মানসিক শান্তি বজায় রাখাই মূল মন্ত্র। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন। অর্থভাগ্য শুভ। আটকে থাকা কাজ শেষ হবে। পরিবারে শুভ অনুষ্ঠানের সম্ভাবনা। অবিবাহিতদের জন্য বিয়ের যোগ প্রবল। স্বাস্থ্য ভাল রাখুন, বিশেষত ঘুমের দিকে নজর দিন।

  • 7/13

বৃশ্চিক (Scorpio): কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, কিন্তু পরিশ্রমের ফল মিলবে। অর্থ পরিস্থিতি স্থিতিশীল। পরিবারে সময় কাটালে মন ভাল থাকবে। প্রেমে অল্প টানাপোড়েন থাকতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন।
 

  • 8/13

বৃষ (Taurus): কর্মক্ষেত্রে পরিশ্রমের কদর হবে। সহকর্মীরা পাশে থাকলেও কেউ কেউ বিরোধিতা করতে পারে। অর্থপ্রাপ্তি হবে, তবে বিনিয়োগ ভেবে-চিন্তে করুন। অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের প্রস্তাব। হজমের সমস্যা এড়িয়ে চলুন।

  • 9/13

ধনু (Sagittarius): যাত্রার যোগ প্রবল। পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতিতে সাফল্য আসবে। অর্থভাগ্য ভালো হলেও খরচও বাড়বে। পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটবে। দাম্পত্যে মিলবে সঙ্গীর সমর্থন। ক্লান্তি এড়িয়ে চলুন।

  • 10/13

সিংহ (Leo): আত্মবিশ্বাস বাড়বে। অফিসে কর্তাদের প্রশংসা পাবেন। ব্যবসায় আসতে পারে নতুন চুক্তি। পরিবারে আনন্দের খবর আসবে। প্রেমে সম্পর্ক ঘনিষ্ঠ হবে। খাওয়াদাওয়ায় সংযম না রাখলে হজমের সমস্যা হতে পারে।

  • 11/13

কুম্ভ (Aquarius): নতুন সুযোগ আসবে। চাকরিতে পদোন্নতি বা বদলির সম্ভাবনা। ব্যবসায় পার্টনারশিপে লাভ হতে পারে। পরিবারে শান্তি ও মিল থাকবে। প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে। ঋতু পরিবর্তনের অসুখ এড়িয়ে চলুন।

  • 12/13

মিথুন (Gemini): সিদ্ধান্ত নিতে সতর্ক হোন। চাকরিতে পদোন্নতি বা সম্মান আসতে পারে। ব্যবসায়ীদের জন্য লাভজনক সময়। পড়াশোনা আর প্রতিযোগিতায় সাফল্য মিলবে। প্রেমে মিষ্টি মুহূর্ত থাকলেও প্রত্যাশা নিয়ন্ত্রণে রাখুন। ঘুম কম হলে সমস্যা বাড়তে পারে।

  • 13/13

মেষ (Aries): নতুন উদ্যমে শুরু হবে সপ্তাহ। কাজের জায়গায় মিলবে নতুন প্রজেক্ট, প্রমাণ হবে আপনার যোগ্যতা। আয় বাড়লেও খরচে সংযম দরকার। সংসারে অল্প টানাপোড়েন থাকতে পারে। সঙ্গীর সঙ্গে সময় কাটানো জরুরি। যোগ-ধ্যানে মানসিক শান্তি মিলবে।

Advertisement
Advertisement