Advertisement

রাশিফল

Name Astrology: এই অক্ষর দিয়ে শুরু নামের পুরুষরা হন সেরা স্বামী

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 May 2022,
  • Updated 6:44 PM IST
  • 1/6

নামে কী যায় আসে! বলেছিলেন শেক্সপীয়র। তবে জ্যোতিষ অনুযায়ী নামই আসল। নামে অনেক কিছুই নির্ভর করে। নাম দিয়েই যায় চেনা। মানে মানুষের ব্যক্তিত্ব, ব্যবহার, আচার-আচরণ সব কিছুই নির্ভর করে নামের উপর। আর তাই নাম হেলাফেলার নয়। আর নামের আদ্যক্ষর বা প্রথম অক্ষর নিয়ে জ্যোতিষশাস্ত্রে রয়েছে নানা কথা। যেমন আদ্যক্ষর ঠিক করে দেয় আপনি কেমন মানুষ? স্ত্রীকে কতটা যত্নে রাখবেন?           

  • 2/6

আদ্যক্ষর যখন 'A'

যে সব পুরুষের নাম 'A' অক্ষর দিয়ে শুরু হয়, তাঁরা স্ত্রীকে প্রচণ্ড ভালবাসেন। জীবনসঙ্গীর যত্ন নেন তাঁরা। স্ত্রীর সুখের জন্য সব কিছু করতে পারেন 'এ' নামের ব্যক্তিরা। 

  • 3/6

আদ্যক্ষর যখন 'K'

'k' দিয়ে শুরু নামের ব্যক্তিরা অত্যন্ত বিশ্বস্ত সঙ্গী হন। সবসময় সঙ্গীর পাশে দাঁড়ান। সারাজীবন সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকেন। স্ত্রীর জন্য গোটা দুনিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারেন। 

  • 4/6

আদ্যক্ষর যখন 'P'

যে পুরুষদের নামের আদ্যক্ষর 'P' তাঁরা সঙ্গীকে খুশি তো রাখেনই, সারাজীবন হাসিমুখও অক্ষত থাকেন। স্ত্রীকে সবসময় খুশিতে রাখেন। স্ত্রীর খুশির জন্য সব কিছু করতে পারেন। আর সর্বোপরি এই সব ছেলেদের সেন্স অফ হিউমার দারুণ। রসিক স্বভাবের হন। ফলে হাসতে হাসতে সুখে জীবন কেটে যায়। 
 

  • 5/6

আদ্যক্ষর যখন 'R'

যে পুরুষদের নাম 'R' দিয়ে শুরু হয় তাঁরা রাগী হন। কিন্তু সঙ্গীকে ভালোবাসেন। সর্বদা অনুগত থাকেন। ছোট ছোট বিষয়েও নজর দেন। স্ত্রীর যত্ন নেন। সঙ্গীর প্রতি খুব যত্নশীল হন 'আর' নামের ব্যক্তিরা। সবসময় খুশি রাখেন স্ত্রীকে।
 

  • 6/6

আদ্যক্ষর যখন 'V'

যে ব্যক্তিদের নাম 'V' দিয়ে শুরু হয় তাঁরা নিজের মনের মানুষকে কাছে পেতে সব কিছু করতে পারেন। সীমাও ছাড়িয়ে যেতে পারেন তাঁরা। প্রেম করে বিয়েতেও তাঁরাই এগিয়ে থাকেন। প্রচণ্ড রোম্যান্টিক স্বভাব। সঙ্গীর অনুভূতির যত্ন নেন।


 

Advertisement
Advertisement