Advertisement

রাশিফল

Zodiac: এই রাশির জাতকদের জীবনে বিয়ে হওয়ার সম্ভাবনা কম, দেখুন

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 10 Dec 2021,
  • Updated 9:02 PM IST
  • 1/6

অনেকেই আছেন যাঁরা বিয়ে নিয়ে বিশেষ আগ্রহী নন। কেউ আবার সারাজীবন একই মানুষের সঙ্গে জীবন কাটাতে পছন্দ করেন না। কারোর ধারণা বিয়ে মানেই পরাধীনতা। এসমস্ত মানুষদের বিয়ে করতে জোর করলেও, তাঁদের প্রবল অনীহা থাকে। জ্যোতিষশাস্ত্র কয়েকটি রাশিকে শনাক্ত করেছে, যাদের জীবনে বিবাহের সম্ভাবনা কম।

  • 2/6

মিথুন 

এই রাশির জাতকরা খুবই চঞ্চল মনের হয়ে থাকেন। মিথুন রাশিরা খুব দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করেন। তাই সারাজীবন একজনের সঙ্গে  থাকা তাঁদের জন্য সত্যিই যুক্তিযুক্ত বিকল্প নয়। সবসময় তাঁদের জীবনে সম্পর্ক তাড়া করবে, তা তাঁরা খুব ভালোবাসেন। এতে রোমাঞ্চিত হন তাঁরা। কিন্তু শীঘ্রই বা কিছুদিন পরে তাঁরা বিরক্ত হয়ে যান।

  • 3/6

সিংহ 
বিবাহ এবং সম্পর্কের উত্তেজনা সিংহ রাশিরা দ্রুত হারিয়ে ফেলেন। যখন সম্পর্ক বিরক্তিকর হয়ে ওঠে তখন তারা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান। মজা, উত্তেজনা এবং ভালবাসা থাকলে তাঁরা সম্পর্কে থাকেন। কিন্তু যখন সমস্যা বিয়েতে প্রবেশ করে, তখন তাঁরা পিছিয়ে যান।

  • 4/6

ধনু

তাঁরা কারও কাছে প্রতিশ্রুতিবদ্ধ হতে এতটাই ভয় পান যে হৃদয় ভেঙে যাওয়া এড়াতে সম্পর্কেইআসেন না। তাঁরা অবিবাহিত থাকতে পছন্দ করেন। তাঁদের মুক্ত মানসিকতার জন্য এটিই উপযুক্ত। তাঁদের বিয়ের সম্ভাবনা সবচেয়ে কম।

  • 5/6

কুম্ভ 
তাঁরা যতটা সঙ্গ ভালোবাসে, নিঃসঙ্গতাও ভালোবাসে। তাঁরা কারও সঙ্গে দ্রুত মীমাংসা করার পাত্র নয়। তাঁরা রোম্যান্সে লিপ্ত হবে কিন্তু বিয়ে করার অর্থ হল অনেক দায়িত্ব জমা করা তাই এই ভয়ে তাঁরা পিছিয়ে আসেন।

  • 6/6

মীন 

তাঁরা  প্রতিশ্রুতিতে খুব ভয় পান কারণ তাঁদের প্রত্যাশার জন্য প্রত্যাখ্যান হওয়ার ভয় পান। মীনরা যা কল্পনা করেন তা যদি কেউ না করে তবে সেই সম্পর্কে বেশিদিন থাকেন না। তাঁরা সম্পর্ককে হালকা রাখতে পছন্দ করেন কিন্তু তাঁরা কখনওই বিয়ে করতে চান না।

Advertisement
Advertisement