Advertisement

Panchang 10 August 2021: জানুন আজকের শুভ সময়, রাহু সময় এবং গ্রহ-নক্ষত্রের গতিবিধি

পঞ্জিকা ১০ অগাস্ট ২০২১ (Panjika 10 August 2021): পঞ্জিকা মতে আজ শ্রাবণ মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। এক নজরে দেখে নিন আজকের শুভ মুহূর্ত, নক্ষত্রযোগ, রাহুকাল এবং সারাদিনের বিশেষ লগ্ন। জানুন আজকের পঞ্চাঙ্গ (Panchang)।  

জানুন আজকের পঞ্চাঙ্গ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Aug 2021,
  • अपडेटेड 8:32 AM IST
  • পঞ্জিকা মতে আজ শ্রাবণ মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি।
  • সূর্য কর্কট রাশিতে এবং চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে। 
  • আজকের কম্পাস থাকবে উত্তর দিক।

পঞ্চ অঙ্গের সমাহারকে, জ্যোতিষশাস্ত্রের (Astrology) ভাষায় 'পঞ্চাঙ্গ'  (Panchang) বা 'পঞ্জিকা' (Panjika) বলা হয়। এটি গ্রহ - নক্ষত্রে এবনফ চাঁদের অবস্থানের উপর ভিত্তি করে রচিত হয়। ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল - তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। এক নজরে দেখে নিন আজকের পঞ্চাঙ্গ। 

 পঞ্চাঙ্গ ১০ অগাস্ট ২০২১, মঙ্গলবার  (Panchang 10 August 2021, Tuesday)

* বিক্রম সম্বত - ২০৭৮, আনন্দ

* শক সম্বত - ১৯৪৩, প্লব 

* এদিন শ্রাবণ মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া লাগবে সন্ধ্যা ৬.২৪ মিনিটে। 

* সূর্য কর্কট রাশিতে এবং চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে। 

আজকের পঞ্জিকা (Today's Panchang)

* শ্রাবণ শুক্লপক্ষ  দ্বিতীয়া 
* নক্ষত্র - মাঘ 
* আজকের কম্পাস: উত্তর দিক।
* আজকের অবস্থান: ৩:৪৫ - ৫:২২ -মিনিটে। 

* সূর্যোদয় -  সকাল ৫:১৪ মিনিটে 
* সূর্যাস্ত -  সন্ধ্যা ৬:১২ মিনিটে 
* চন্দ্রোদয় - সকাল ৭:২৭ মিনিটে 
* চন্দ্রাস্ত - ৮:৩৫ মিনিটে 

আরও পড়ুন: কী নিয়ে সবচেয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন সব রাশির জাতকেরা 

শুভ সময় 

* অভিজিৎ মুহূর্ত -  ১২:০৬ - ১২:৫৮ মিনিট 
* অমৃত কাল - সকাল ০৭:২৮ - ০৯:০৪, ০৩:১৩ - ০৪:৪৮
* ব্রহ্ম মুহূর্ত - সকাল ০৪:২৮ - ০৫:১৬

যোগ 

* অমৃত যোগ - সকাল  ০৭:৫১ - ১০:২২ মিনিট,  ১২:৫৩ - ২:৩৪ মিনিট,  ০৩:২৪ - ০৫:০৪ মিনিট এবং রাত্রি  ০৬:৪০ - ০৮:৫৮ মিনিট,  ১১:১৫ - ০১:৩২ মিনিট এবং  ০৩:০৩ মিনিট।

* গণ্ডমূল নক্ষত্র-  ০৯:৫০ - ০৯:৫৩ মিনিট (মাঘ)      

Advertisement

 আরও পড়ুন: দেবীর আগমন-গমনে কী বার্তা দিচ্ছে এবার! ধরায় ফিরবে সুদিন? 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement