চলতি বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর গ্রহের অবস্থানের দিক থেকে খুবই বিশেষ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ডিসেম্বরের শেষ সপ্তাহে, শনি, বুধ এবং শুক্র মকর রাশিতে মিলিত হবে (Shani Budh Shukra Yuti)। শনি ইতিমধ্যেই মকর রাশিতে (Makar Rashi) বসে রয়েছে। এরপর ২৮ ডিসেম্বর বুধ ধনু রাশিতে প্রবেশ করবে। আর তার ঠিক পরের দিন, ২৯ ডিসেম্বর, শুক্রও ধনু রাশি থেকে বেরিয়ে মকরে প্রবেশ করবে। ফলে তৈরি হবে ৩ গ্রহের যোগ। ডিসেম্বর মাসের শেষে মকর রাশিতে বুধ, শুক্র এবং শনির এই মিলন রাশিচক্রে ভীষণ গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। আর সেই পরিবর্তনের প্রভাব ১২টি রাশির জীবনেই দেখা যাবে। তবে তার মধ্যেও ৪ রাশির জাতক জাতিকারা এই মিলনের ফলে পাবেন দারুণ সুযোগ সুবিধা ও উপকার।
মেষ রাশি (Aries) : ডিসেম্বরে বুধ-শুক্র ও শনির মিলন মেষ রাশির জাতকদের জন্য প্রভূত উপকার দেবে। কর্মজীবনে দ্রুত অগ্রগতি হবে। পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। অর্থ লাভ হবে। অপ্রত্যাশিতভাবেও টাকা আসতে পারে। আর সবকিছু শুভ হওয়ায় মনেও থাকবে আনন্দ।
কন্যা রাশি (Virgo) : বুধ, শুক্র এবং শনি মকর রাশিতে একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে কন্যা রাশির জাতকদের জন্য শুভ সময় শুরু হবে। নতুন চাকরির সুযোগ পাবেন। বেতন বাড়বে। পদোন্নতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। আর্থিক ক্ষেত্র মজবুত হবে।
কর্কট রাশি (Cancer) : শনি, বুধ ও শুক্র কর্কট রাশির জাতকদেরও দারুণ সুবিধা দেবে। নতুন সম্পত্তি-গাড়ি কেনার সম্ভাবনা তৈরি হতে পারে। আয়ের উৎস বাড়বে। নতুন উপায়ে অর্থ লাভ হবে। অর্থনৈতিক অবস্থা মজবুত হবে। হঠাৎ করে পৈতৃক সম্পত্তিও পেতে পারেন। বিয়ে হওয়ার সম্ভাবনা থাকছে।
মীন রাশি (Pisces) : শনি-বুধ-শুক্র গ্রহের মিলন মীন রাশির জাতকদেরও দারুণ সাফল্য দেবে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। আয়ের ব্যাপক বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীরা মোটা টাকা লাভ করতে পারবেন।
আরও পড়ুন - পেট সাফ তো করেই-দ্রুত মেদও ঝরায় ডুমুর, কখন খাওয়া উচিত?