দেশের বিভিন্ন প্রান্তে থাকা স্মৃতিস্তম্ভগুলি নিয়ে মত বিরোধ ক্রমশ প্রকট হচ্ছে। তারই মধ্য়ে কুতুব মিনারকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন এক প্রাক্তন আধিকাারিক। তাঁর নাম ধরমবীর শর্মা। পুরাতত্ত্ব বিভাগ অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ওই প্রাক্তন আধিকারিকের দাবি, কুতুব মিনারটি রাজা বিক্রমাদিত্য নির্মাণ করেছিলেন। কুতুবুদ্দিন আইবক নয়, সূর্যের দিক অধ্যয়নের জন্য বিক্রমাদিত্য এটি নির্মিত করেছিলেন। ধরমবীর শর্মার কথায়, 'এটি কুতুব মিনার নয়। বরং সূর্যের টাওয়ার বলা যেতে পারে। পঞ্চম শতাব্দীতে রাজা বিক্রমাদিত্য এটি নির্মাণ করেছিলেন। কুতুবুদ্দিন আইবক করেননি। আমার কাছে এই সংক্রান্ত অনেক প্রমাণ আছে।' প্রসঙ্গত, ASI-এর পক্ষ থেকে তিনি বেশ কয়েকবার কুতুব মিনার সার্ভেও করেছেন।