Advertisement

খেলা

পাকিস্তান সুপার লিগে হঠাৎই আতঙ্ক! সবাই কাঁপছেন প্রাণের ভয়ে

Aajtak Bangla
  • 02 Mar 2021,
  • Updated 6:18 PM IST
  • 1/6

তখন ম্যাচ শুরু হওয়ার মাত্র ঘণ্টাদুয়েক বাকি। ঠিক সেইসময় এক ক্রিকেটারের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখতে পাওয়া গেল।

  • 2/6

আর সেই খবর চাউর হওয়া মাত্রই, গোটা পাকিস্তান সুপার লিগে কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার ইসলামাবাদ ইউনাইটেড বনাম কোয়েত্তা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে ম্যাচ হওয়ার কথা ছিল।

  • 3/6

কিন্তু ম্যাচ শুরু হওয়ার মাত্র ঘণ্টাদুয়েক আগে অজ়ি লেগস্পিনার ফাওয়াদ আহমেদের করোনা রিপোর্ট হাতে আসে। সেখানে দেখা যায়, ফাওয়াদের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ রয়েছে। তৎক্ষণাৎ তাঁকে আইসোলেশনে পাঠানো হয়।

  • 4/6

পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিবৃতি অনুসারে, আজ এই ম্যাচটি খেলা হবে। পিসিবি'র পক্ষ থেকে এও জানানো হয়েছে যে ইসলামাবাদ ইউনাইটেডের বাকি ক্রিকেটারদের রিপোর্ট নেগেটিভই এসেছে।

  • 5/6

গত ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ। তারপর এই প্রথমবার করোনার এই ঘটনা সামনে এল। চলতি মরশুমে ফাওয়াদ একটাই ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। পেশোয়ারের বিরুদ্ধে তিনি ৪০ রান দিয়ে একটা উইকেট শিকার করেছেন।

  • 6/6

এই ম্যাচে তাঁর দলকে হারতেও হয়েছিল। ইতিপূর্বে পোশায়ার জ়ালমির অধিনায়ক ওয়াহাব রিয়াজ় এবং প্রধান কোচ ডারেন স্যামি কোভিড বিধি লঙ্ঘন করেছিলেন। সেকারণে গত মাসের ২১ তারিখ তাঁরা পুনরায় দলের সঙ্গে যোগ দেন।

Advertisement
Advertisement