Advertisement

খেলা

ভারতের কাছে ঐতিহাসিক হতে চলেছে চতুর্থ টেস্ট, কারণটা জানেন?

কৌশিক বিশ্বাস
  • 03 Mar 2021,
  • Updated 10:38 AM IST
  • 1/5

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে তৈরি হওয়া ক্রিকেট বিশ্বের সবথেকে বড় স্টেডিয়ামে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি লড়াই করতে নামছে। তৃতীয় টেস্ট ম্যাচ মাত্র ২ দিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার কারণে ভারতের আত্মবিশ্বাস এখন অনেকটাই উপরের দিকে রয়েছে। চতুর্থ তথা অন্তিম টেস্ট ম্যাচে বিরাট অ্যান্ড কোম্পানি ইতিহাস সৃষ্টির অপেক্ষায় রয়েছে। 

  • 2/5

৫৫০ টেস্ট ম্যাচ খেলা তৃতীয় দল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে এই টেস্ট ম্যাচ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেইসঙ্গে এটা সাড়ে পাঁচশোতম ম্যাচও বটে! আসলে, এটা ভারতীয় ক্রিকেট দলের ৫৫০তম টেস্ট ম্যাচ। এমন কৃতিত্ব অর্জন করা দেশের মধ্যে ভারত চতুর্থ স্থান দখল করবে। এখনও পর্যন্ত ইংল্যান্ড (১০৩৩), অস্ট্রেলিয়া (৮৩৪) এবং ওয়েস্ট ইন্ডিজ় (৫৫২) এই রেকর্ড কায়েম করতে পেরেছে।

  • 3/5

দেশের মাটিতে ভারতের লাগাতার ১৩তম টেস্ট সিরিজ় জয়

২০১৩ সালের পর দেশের মাটিতে ভারত কখনও টেস্ট সিরিজ় হারেনি। ২০১২ সালে শেষবার ভারতকে ইংল্যান্ডের কাছে পরাজয় স্বীকার করতে হয়েছিল। তারপর থেকে ভারতের বিজয় রথের চাকা ঘুরেই চলেছে। ইতিমধ্যে ভারতের মাটিতে অস্ট্রেলিয়া, নিউজ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যআন্ড, ওয়েস্ট ইন্ডিজ়, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকে পরাস্ত করেছে। ভারতের পর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। অজ়িরা দেশের মাটিতে টানা দু'বার দশটি করে টেস্ট সিরিজ় জয় করেছে।

  • 4/5

ধোনির সমান হয়ে যাবেন বিরাট কোহলি

আগামীকাল অধিনায়ক হিসেবে ৬০তম ম্যাচ খেলতে নামবেন বিরাট কোহলি। এখনও পর্যন্ত অধিনায়ক হিসেবে ভারতের হয়ে সবথেকে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি (৬০)। তাঁর সমকক্ষ হয়ে যাবেন বিরাট কোহলি। বিরাট এখনও পর্যন্ত ৫৯টি টেস্ট ম্যাচের মধ্যে ৩৫টি জিতেছেন, ১৪টি হেরেছেন এবং ১০টি ম্যাচ ড্র হয়েছে। যদি এই চতুর্থ টেস্ট ম্যাচ বিরাট জিতে যান তো ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক ক্লাইভ লয়েডের ৩৬টি টেস্ট ম্যাচ জেতার রেকর্ড স্পর্শ করে ফেলতে পারবেন।

  • 5/5

তৃতীয় অধিনায়ক হবেন বিরাট কোহলি

অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২,০০০ রান পূরণ করা থেকে বিরাট কোহলি আর মাত্র ১৭ রান দূরে রয়েছেন। চতুর্থ টেস্ট ম্যাচে তিনি যদি এই ১৭ রান করে ফেলতে পারেন, তাহলে এমন কৃতিত্ব অর্জন করা ক্রিকেট বিশ্বে তৃতীয় অধিনায়ক হবেন তিনি। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৫,৪৪০) এবং দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ (১৪,৮৭৮) এই কৃতিত্ব অর্জন করেছেন।

Advertisement
Advertisement