ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচে জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল। আজ তারা ৩১৭ রানে জয়লাভ করে। সেইসঙ্গে চলতি সিরিজ়েও ১-১ ব্য়বধানে সমতা ফেরায় কোহলি অ্যান্ড কোম্পানি।
ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বিরাট বললেন, "প্রথম টেস্ট ম্যাচের থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচের পরিস্থিতি একেবারে আলাদা। কারণ এই ম্যাচে দর্শকেরা মাঠে ফিরে এসেছে। সেকারণে গোটা দলও চাঙ্গা হয়ে উঠেছে।"
সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, "আমার মনে হয় না যে এই ম্যাচে টস খুব একটা বেশি ফারাক তৈরি করতে পেরেছে। কারণ উইকেটের চরিত্র একেবারে আলাদা ছিল। নাহলে দ্বিতীয় ইনিংসে আমরা রান করতে পারতাম না। প্রায় ৩০০-র কাছাকাছি রান করেছি।"
এছাড়া ঋষভ পান্থের আলদা করে প্রশংসা করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। তিনি বললেন, "অস্ট্রেলিয়ায় যথেষ্ট পরিশ্রম করেছিলেন পান্থ। গ্লাভস হাতে উইকেটের পিছনে যখন ও দাঁড়ায় তখন ওর রিফ্লেক্স দেখার মতো থাকে। অস্ট্রেলিয়ায় ভারতীয় ক্রিকেট দলের জয়ের পিছনে ওর বড় অবদান রয়েছে। আমার আশা, আগামীদিনে ওর দক্ষতা আরও বৃদ্ধি পাবে এবং দলের অপরিহার্য অঙ্গ হয়ে উঠবে।"
সঙ্গে তিনি প্রশংসা করেন অক্সর প্যাটেলেরও। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে অভিষেক হয়েছিল অক্সরের। ম্যাচের চতুর্থ ইনিংসে তিনি পাঁচটি উইকেট শিকার করেন। বিরাটের কথায়, "প্রথম ম্যাচে অক্সর খুব বেশি ভুলভ্রান্তি করেনি। যথেষ্ট দ্রুত গতিতে বল করেছে এবং আশা করা যায়, আগামী ম্যাচেও ও এভাবেই বল করতে পারবে।"