IPL 2021-র নিলাম অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন সচিন তেন্ডুলকর, সৈয়দ কিরমানি, দিলীপ দোশী, রজার বিনি এবং ক্রেগ ম্যাকডারমটের ছেলেরা। সেকারণে এবারের টুর্নামেন্ট যে আরও বেশি চিত্তাকর্ষক হবে, তা নিয়ে কোনও সন্দেহই নেই। এই ক্রিকেটাররাই আগামী দিনে দেশের ভবিষ্যত গড়তে পারে। আজকের নিলামে এমন আটজন ভারতীয় এবং বিদেশি ক্রিকেটারদের ছেলেরা অংশগ্রহণ করতে চলেছেন। এরমধ্যে নাম রয়েছে সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন, সৈয়দ কিরমানির ছেলে তথা ৩১ বছর বয়সি উইকেট কিপার সাদিক হাসান কিরমানির। অন্যদিকে আবার দিলীপ দোশীর ছেলে তথা ৪২ বছরের নয়ন দোশীও এই নিলামে অংশগ্রহণ করতে চলেছেন। তাঁর বেস প্রাইস ২০ লাখ টাকা।
একদিকে যখন রজার বিনির ছেলে স্টুয়ার্ট বিনি, অস্ট্রেলিয়ার পেস বোলার ম্যাকডারমটের ছেলে তথা উইকেটরক্ষক বেন ম্যাকডারমট এবং নিউজ়িল্যান্ডের অফস্পিনার ক্রিস কুগলাইনের ছেলে তথা দুরন্ত পেসার স্কট কুগলাইনের বেস প্রাইস ৫০ লাখ, সেখানে আবার অস্ট্রেলিয়ার ওপেনার জোফ মার্শের ছেলে শন মার্শ এবং জ়িম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার কেভিন কারেনের ছেলে তথা ইংল্যান্ডের ক্রিকেটার টম কারেনের বেস প্রাইস দেড় লাখ টাকা।
দিলীপ দোশীর ছেলে তথা ৪২ বছরের নয়ন দোশী বর্তমানে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেন। তিনি ইতিপূর্বে সৌরাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেটও খেলেছেন। বর্তমানে তিনি ৪২ বছরে পা রেখেছেন। আজকের নিলামে অংশগ্রহণকারী ক্রিকেটারদের মধ্যে তাঁর বয়সই সবথেকে বেশি। আট বছর আগে তিনি শেষবার প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছিলেন। বাবা দিলীপ দোশীর মতো তিনিও স্পিন বোলিং করেন।
সাদিক কিরমানি আবার তাঁর বাবা সৈয়দ কিরমানির মতোই উইকেটকিপিং করেন। পাশাপাশি ব্যাটিংটাও মন্দ নয়। কর্নাটকের হয়ে তিনি দুটো লিস্ট এ ম্যাচ খেলেছেন। আপাতত বেঙ্গলুরুতে আইপিএলের জন্য অনিল কুম্বলের তত্ত্বাবধানে সাদিক অনুশীলন করছেন। ইতিপূর্বে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে স্টুয়ার্ট বিনি, শন মার্শ এবং টমের। এছাড়া ওয়াসিম জ়াফরের ভাইপো আরমান জ়াফর এবং রোহিত শর্মার কোচ দীনেশ লাডের ছেলে সিদ্ধেশ লাডও এই নিলামে অংশগ্রহণ করছেন।
অর্জুনের প্রথমবার : সচিনের ছেলে অর্জুন এই প্রথমবার আইপিএল নিলামে অংশগ্রহণ করতে চলেছেন। অর্জুনের উপর আইপিএল ফ্র্যাঞ্চাইজ়িগুলো যথেষ্ট ভালো দাম লাগাতে পারে। সম্প্রতি মুম্বইয়ের হয়ে অর্জুন একটা ম্যাচে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন।