আজ থেকে শুরু হতে চলেছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ়। অনেকদিন পর এই দুই দল টি-২০ সিরিজ়ে একে অপরের মুখোমুখি হবে।
এটা খুব স্বাভাবিক ব্যাপার যে এই সিরিজ়টা জেতার জন্য দুটো দলই নিজেদের সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স উজাড় করে দেবে। কিন্তু, তার জন্য দলের তারকা ক্রিকেটারদের জ্বলে ওঠা অত্যন্ত দরকার। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির উপর সকলের নজর আটকে রয়েছে।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বিরাট কোহলির ঝুলিতেই এখনও পর্যন্ত সবথেকে বেশি রান রয়েছে। সেইসঙ্গে তাঁর ব্যাটিং গড়ও রয়েছে ৫০-এর উপরে, যা এই ফরম্যাটে খুব কমই দেখতে পাওয়া যায়। বিরাট একমাত্র ক্রিকেটার যাঁর ব্যাটিং গড় ক্রিকেটের তিনটে ফরম্যাটেই ৫০-এর উপরে রয়েছে।
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের সামনে এবার আরও একটা কৃতিত্ব কায়েম করার সুযোগ এসেছে। কিং কোহলি আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে ২,৯২৮ রান করেছেন।
তিনি যদি প্রথম ম্যাচে ৭২ রান করতে পারেন, তাহলে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি ৩,০০০ রানের মাইলফলক অতিক্রম করতে পারবেন। সেইসঙ্গে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩,০০০ রান করা বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে নাম লেখাতে পারবেন তিনি।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বিরাট কোহলি এখনও পর্যন্ত ২৫টি অর্ধশতরান করেছেন, যা এই ফরম্যাটে পরিসংখ্যানের দিক থেকে এখনও পর্যন্ত সবথেকে বেশি। তবে তিনি এখনও পর্যন্ত একটাও শতরান করতে পারেননি। সকলেই আশা করছেন, আজকের ম্যাচে তাঁর সেই স্বপ্নটাও যেন পূরণ হয়ে যায়।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে একদিনের ক্রিকেটে বিরাট কোহলি ৫৯.৩১ ব্যাটিং গড়ে ১২,০৪০ রান করেছে। সেইসঙ্গে টেস্ট ক্রিকেটে ৫২.৩৭ ব্যাটিং গড়ে ৭,৪৯০ রান করেছেন। এছাড়া আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি ৫০.৪৮ ব্যাটিং গড়ে ২,৯২৮ রান করেছেন।