শুরু হয়ে গেছে ভারত বনাম ইংল্যান্ড টি-২০ সিরিজ়। পাঁচ ম্যাচের এই সিরিজ়ে প্রত্যেকটা ম্যাচই আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। প্রয় তিন মাস পর ভারতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে নামল। কিন্তু, প্রথম ম্যাচেই ভারতকে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে। সবদিক থেকেই ইংল্যান্ডের সামনে গতকাল ভারত পিছিয়ে পড়েছে। ব্যাটসম্যানদের হতাশাজনক পারফরম্যান্সের পর বোলাররাও সেভাবে সুবিধে করতে পারেননি। বিরাট রাজার দলের এই খারাপ পারফরম্যান্সের পর দলের প্রথম একাদশ নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। এই অবস্থায় আগামীকাল আয়োজিত দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় ক্রিকেট দলে বেশ কয়েকটি পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক, আগামীকাল কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ।
ওপেনিং জুটি
প্রথম টি-২০ ম্যাচে রোহিত শর্মাকে বিশ্রাম দিয়েছিল ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট। সেকারণে ভারতীয় ইনিংস শুরু করেছিলেন শিখর ধাওয়ান এবং কেএল রাহুল। কিন্তু, এই পরিকল্পনা একেবারেই কাজে আসেনি। দুই ওপেনারই তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে যান। ফলে ভারতের শুরুটা যথেষ্ট খারাপ হয়। তবে বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট দলের ওপেনিং জুটি নিয়ে যেহেতু পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে, তাই আগামীকালও আশা করা যেতে পারে শিখর ধাওয়ান এবং কেএল রাহুলই ভারতের হয়ে ওপেন করবেন।
মিডল অর্ডার
সম্প্রতি ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হচ্ছেন বিরাট কোহলি। বিগত পাঁচটি আন্তর্জাতিক ইনিংসে তিনি মোট তিনবার শূন্য রানে আউট হয়ে গেলেন। তারপরও তিনিই দলকে নেতৃত্ব দেবেন এবং মিডল অর্ডারের দায়িত্ব সামলাবেন। তাঁর সঙ্গেই শ্রেয়স আইয়ারের খেলাও একেবারে পাকা হয়ে গেছে।
অলরাউন্ডার্স
ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার গতকাল যদিও বড় ইনিংস খেলতে পারেননি, কিন্তু দ্বিতীয় টি-২০ ম্যাচেও তাঁর জায়গা একেবারে পাকা। ভালো খবর এটাই যে গতকাল প্রথম টি-২০ ম্যাচে তিনি দু'ওভার বল করেছেন।
উইকেটকিপার
প্রথম টি-২০ ম্যাচে ঋষভ পান্থও খুব একটা নজর কাড়তে পারেননি। কিন্তু, টিম ম্যানেজমেন্ট তাঁকে আরও সুযোগ দিতে চাইবে। আগামীকাল তাঁর চওড়া ব্যাট থেকে বড় ইনিংসের আশা করা যেতেই পারে।
স্পিনার
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতীয় ক্রিকেট দলে তিনজন স্পিনার খেলেছিলেন। তাঁরা কেউই প্রভাবিত করতে পারেননি। যুজবেন্দ্র চহ্বাল, ওয়াশিংটন সুন্দর এবং অক্সর প্যাটেল না তো রানের বন্যা আটকাতে পেরেছেন, না বেশি উইকেট শিকার করতে পারলেন। ভারত মোট ৯৩টি ডেলিভারি করেছে, এরমধ্যে স্পিনাররা করেছেন ৫৭টি ডেলিভারি। এরমধ্যে মাত্র দুটো উইকেট শিকার করেছেন এবং দিয়েছেন ৮৬ রান। আগামীকাল বিরাট কোহলি তিন স্পিনার নিয়ে মাঠে নামেন কি না, সেইদিকে লক্ষ্য থাকবে। ওয়াশিংটন সুন্দর এবং যুজবেন্দ্র চহ্বাল প্রথম একাদশে থাকতে পারেন।
জোরে বোলার
ভারতীয় ক্রিকেট দলের জোরে বোলাররা প্রথম টি-২০ ম্যাচে মাত্র ৩৬টি ডেলিভারি করেছেন। ৪৪ রান দেওয়ার পাশাপাশি একটাও উইকেট শিকার করতে পারেননি। কিন্তু উইকেটের চরিত্র দেখার পর আশা করা হচ্ছে, আগামীকাল আরও একজন অতিরিক্ত পেসার নিয়ে ভারত লড়াইয়ে নামতে পারে। এই পরিস্থিতিতে ভুবনেশ্বর কুমার, শার্দূল ঠাকুরের সঙ্গে দীপক চহ্বারকে প্রথম একাদশে দেখা যেতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ
কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, ঋষভ পান্থ (উইকেটরক্ষক) হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চহ্বাল, দীপক চহ্বার