ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিংকে আরও একবার সেই পুরনো মেজাজে দেখতে পাওয়া গেল। শনিবার রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ়ে তিনি যেভাবে ব্যাটিং করলেন, তাতে অনেকেরই ২০০৭ সালের সেই টি-২০ বিশ্বকাপের কথা মনে পড়ে গেল। দক্ষিণ আফ্রিকা লেজেন্ডসের বিরুদ্ধে আয়োজিত এই ম্য়াচে যুবরাজ সিং চার বলে চারটি ছক্কা হাঁকিয়েছেন।
২০০৭ সালের সেই টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচটার কথা আশা করি আপনাদের সকলেরই মনে আছে। ইংল্যান্ডের জোরে বোলার স্টুয়ার্ট ব্রডকে ৬ বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। শনিবার যুবরাজ সিং দক্ষিণ আফ্রিকা লেজেন্ডসের বোলার জ়ান্দের ডি ব্রুয়েনের ওভারে প্রায় তেমনই ব্যাটিং করলেন।
ম্যাচের ১৮ ওভারে বল করতে এসেছিলেন জ়ান্দের ডি ব্রুয়েন। এই ওভারের প্রথম বলে যুবরাজ সিং কোনও রান নেননি। এরপর পরপর চারটে বলে তিনি চারটে ছক্কা হাঁকিয়েছেন। ওভারের শেষ বলেও কোনও রান নেননি যুবি। এই ওভারে মোট ২৪ রান নেন যুবরাজ সিং।
গতকাল মাত্র ২২ বলে ৫২ রান করেছেন যুবরাজ সিং। তিনি দুটো বাউন্ডারি এবং ছ'টি বাউন্ডারি হাঁকিয়েছেন। যুবির পাশাপাশি সচিন তেন্ডুলকরও গতকাল ছিলেন বিধ্বংসী মেজাজে। তিনিও ৬০ রান করেছেন। যুবরাজ এবং সচিন হাফসেঞ্চুরির দৌলতে ইন্ডিয়া লেজেন্ডস প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২০৪ রান করে।
শুরুতেই ফিরে যান সেহওয়াগ
অন্যদিকে, ভারতীয় ক্রিকেট প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ শুরুতেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। তিনি মাত্র ৬ রান করেছেন। তবে সেহওয়াগের সঙ্গে ব্যাট করতে নেমে সচিন একের পর এক ধামাকাদার শট হাঁকাতে থাকেন। এতে মাঠে উপস্থিত ৩০ হাজার দর্শক অত্যন্ত আনন্দিত হন। সচিন এবং যুবরাজ ছাড়াও সুব্রাহ্মণ্যম বদ্রীনাথ এবং ইউসুফ পাঠান শেষবেলায় যথেষ্ট ভালো ব্যাটিং করেন। বদ্রীনাথ ৪২ এবং ইউসুফ পাঠান ২৩ রান করেন।
২০৫ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস ১৪৮ রানই করতে পারে। ভারতীয় ক্রিকেট দলের এই জয়ের পর ১৬ পয়েন্ট নিয়ে নেট রান রেটের বিচারে শ্রীলঙ্কাকে পিছনে ফেলে আরও একবার শীর্ষে উঠে আসে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১৯ সালের জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন যুবরাজ সিং।