অ্যাডিলেডে আয়োজিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলার পরেই দেশে ফিরে আসবেন বিরাট কোহলি। আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহেই তিনি বাবা হতে চলেছেন। তাই এই সময়টুকু তিনি সন্তানসম্ভবা স্ত্রী অনুষ্কা শর্মাকেই দিতে চান। কিন্তু, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং মনে করছেন, বিরাটের অনুপস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং অর্ডার নিয়ে সমস্যা তৈরি হতে পারে।
Cricket.Com.AU-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রিকি পন্টিং বললেন, "কোহলির অনুপস্থিতিতে (বাকি তিনটে টেস্ট ম্যাচে) ভারতের প্রত্যেকটা ক্রিকেটারই যথেষ্ট চাপ অনুভব করবে। কারণ কোহলির ব্যাটিং এবং নেতৃত্ব দেওয়ার অভাব অনুভূত হবে।" তিনি আরও যোগ করেন, "আপনারা হয়ত মনে করছেন অধিনায়কত্বের দায়িত্ব অজিঙ্কা রাহানে খুব সহজেই পালন করতে পারবেন। কিন্তু, না। রাহানের উপরেও অতিরিক্ত চাপ তৈরি হবে। পাশাপাশি চার নম্বরে ব্যাট করার জন্য অন্য কাউকে আবার খুঁজতে হবে।"
পন্টিং বললেন, "প্রথম টেস্টে ওর ব্যাটিং অর্ডার কী হবে, সেটা আমি এখনও বুঝতে পারছি না। কোহলি চলে গেলে চার নম্বরে কে ব্যাট করতে নামবে?"
ভারতের বোলিং ব্রিগেডকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাওয়া চোট থেকে যদি ইশান্ত শর্মা সেরে উঠতে পারেন, তাহলে ভারতীয় ক্রিকেট দলের চূড়ান্ত একাদশে তিনি তো জায়গা পাবেনই। পাশাপাশি উমেশ যাদব এবং নভদীপ সাইনিও ভারতীয় টেস্ট ক্রিকেট দলেরই অংশ।
পন্টিং একথা মনে করেন যে দলের হাতে এত বেশি বিকল্প থাকার কারণেই ভারতীয় টিম ম্যানেজমেন্টকে আরও বেশি অস্বস্তির মুখে পড়তে হবে। প্রসঙ্গত, ২০১৮-১৯ মরশুমে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ় জিতে ইতিহাস তৈরি করেছিল ভারতীয় ক্রিকেট দল।
ওই সিরিজ়ে আয়োজক দল অস্ট্রেলিয়া অবশ্য ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথকে ছাড়াই মাঠে নেমেছিল। ২০১৮ সালে বল বিকৃতির অভিযোগে ওয়ার্নার এবং স্মিথকে এক বছরের নির্বাসনের মুখে পড়তে হয়।