Advertisement

খেলা

ISL 2020 : ATK মোহনবাগানের কোন ফুটবলার সবথেকে পছন্দ সৌরভের, জানালেন নিজেই

Aajtak Bangla
  • 19 Nov 2020,
  • Updated 10:31 PM IST
  • 1/6

শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের মহাযুদ্ধ। হাতে বাকি রয়েছে আর মাত্র কয়েকঘণ্টা। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ATK মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স এফসি। টুর্নামেন্ট শুরুর আগে এই দুটো দলই আপাতত উত্তেজনায় ফুটছে। উত্তেজনায় ফুটছে এই দুই দলের সমর্থকও। ATK মোহনবাগান দলের হয়ে সেই উত্তেজনার পারদটাই যেন আরও কয়েকগুণে বাড়িয়ে দিলেন দলের মালিক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিলেন এই নতুন দলে কোন ফুটবলারকে তাঁর সবথেকে বেশি পছন্দ।

  • 2/6

সৌরভ আজ ইনস্টাগ্রামের একটি লাইভ সেশনে এসে সমর্থকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন। সেইসময়ই একজন তাঁকে প্রশ্ন করেন, এই নতুন দলে কোন ফুটবলারকে তাঁর সবথেকে বেশি পছন্দ? জবাবে সৌরভ জানালেন, ATK মোহনবাগান দলের ফরোয়ার্ড রয় কৃষ্ণার খেলাই তাঁর সবথেকে বেশি ভালো লাগে।

  • 3/6

সৌরভের কথায়, ISL-এর কারণে আজ ভারতীয় ফুটবলের মান আগের থেকে অনেকটাই উন্নহ হয়েছে। বিসিসিআই প্রেসিডেন্ট বললেন, "ATK মোহনবাগান দলে বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছেন। তবে তাঁদের মধ্যে রয় কৃষ্ণার খেলাই আমার সবথেকে ভালো লেগেছে। বিদেশি ফুটবলারদের ভারতীয় ফুটবলাররাও এখন যথেষ্ট ভালো খেলছে। কোনও ফুটবলার যদি উঁচু দরের ফুটবলারদের সঙ্গে খেলে, তাহলে তার মান উন্নয়ন হবেই।" 

  • 4/6

পাশাপাশি সৌরভ এও স্বীকার করেছেন যে ISL টুর্নামেন্টই ভারতের বুক থেকে কোভিডের ভয়কে তাড়াবে এবং অন্যান্য খেলাকেও আরও বেশি করে উৎসাহিত করবে। তিনি বললেন, "গোটা দেশে লকডাউনের পর এই প্রথমবার এত বড় মাপের কোনও টুর্নামেন্ট ভারতে আয়োজিত হতে চলেছে। আশা করি, এর মাধ্যমেই ভালো কিছু নতুনের শুরু হতে চলেছে। আমরা সকলেই আবারও সাধারণ জীবনে ফিরে আসতে চাই। ভয়কে দূরে সরিয়ে রেখে আমরা আবারও নতুন করে বাঁচতে চাই।"

  • 5/6

সৌরভের কথায় উঠে এল ইস্টবেঙ্গল-মোহনবাগান প্রসঙ্গও। এই বছরই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ISL খেলতে নামছে। একদিকে ATK-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মোহনবাগান এবং অন্যদিকে শ্রী সিমেন্টের হাত ধরেছে লাল-হলুদ শিবির। আইএসএল টুর্নামেন্টে এই দুই দলের সংযুক্তির ব্যাপারে সৌরভ বললেন, "কলকাতার এই দুই ফুটবল ক্লাবেরই যথেষ্ট সমৃদ্ধ ইতিহাস রয়েছে। দুটো দলেরই প্রচুর ফুটবল সমর্থক রয়েছে। এভাবেই আগামীদিনে আইএসএল আরও বড় হয়ে উঠবে। একমাত্র এই রাস্তা ধরেই ভারতীয় ফুটবল আরও উন্নতি করতে পারে।"

  • 6/6

সবশেষে সৌরভ বললেন, "আমি ফুটবলটা সত্যিই ভালো খেলতে পারি। এই খেলার অ-আ-ক-খ সম্পর্কে আমি যথেষ্ট ভালোভাবে ওয়াকিবহাল। কীভাবে উইংস ধরে দৌড়তে হয়, কীভাবে ডিফেন্ডারকে ট্যাকল করতে হয়, এসবই আমি জানি। ফুটবল সম্পর্কে আমি একেবারেই অজ্ঞ নই। এই খেলাটাকে আমি খুবই ভালোবাসি।"

 

Advertisement
Advertisement