বাংলার ক্রিকেটাররা তো বটেই, বাঙালি মেয়েদের প্রেমে পড়েছেন অনেক ভিন রাজ্যের ক্রিকেটাররাও। সেই তালিকায় মনসুর আলি খান পাতৌদিও রয়েছেন। তেমনি এখনকার তারকাদের মধ্যেও অনেকেই রয়েছেন যারা বাঙালি মেয়ে বিয়ে করেছেন।
সেই তালিকায় বাংলার ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) পাশাপাশি মহম্মদ শামি (Mohammed Shami), মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni), শিখর ধাওয়ানরাও (Shikhar Dhawan) বাঙালি মেয়েদের প্রেমে পড়েছেন।
২০১১ সালে দেবারতি সাহাকে (রোমি) বিয়ে করেন ঋদ্ধিমান। তাঁদের দুই সন্তানও রয়েছে। ২০১০ সালে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন ঋদ্ধিমান। তার আগে ২০০৮ সালে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে আইপিএল-এ (IPL) অভিষেক হয় ঋদ্ধির। এই মরশুমে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) হয়ে খেলছেন বাংলার উইকেটকিপার ব্যাটার।
মহম্মদ শামির সঙ্গে বিয়ে হয়েছিল বাংলার মেয়ে হাসিন জাহানের (Hasin Jahan)। যদিও খুব বেশিদিন সেই সম্পর্ক টেকেনি। বিভিন্ন অভিযোগ সামনে এনে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন হাসিন জাহান। সেই মামলার রায় এখনও বেরোয়নি।
শামি ও হাসিনের এক মেয়েও রয়েছে। হাসিন টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে একটি সিনেমাও করেছেন। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নেওয়ার জন্য লড়াই করছেন হাসিন। কেকেআর-এর হয়ে চিয়ারলিডার হিসেবে কাজ করার সময় শামির সঙ্গে পরিচয় হয় হাসিনের।
মহেন্দ্র সিং ধোনিও বাংলার জামাই। কলকাতায় এসেই সাক্ষী মালিককে (Sakshi Dhoni) বিয়ে করেছিলেন ধোনি। ২০১০ সালে সাক্ষীকে বিয়ে করেন ধোনি। তাঁদের এক মেয়েও রয়েছে। জিভাও (Ziva Dhoni) এখন সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ।
শিখর ধাওয়ানও (Shikhar Dhawan) বিয়ে করেছিলেন প্রবাসী বাঙালি আয়েশা মুখোপাধ্যায়কে (Ayesha Mukherjee)। যদিও সেই বিয়েও টেকেনি। ২০১২ সালে বিয়ে করেন আয়েশা ও শিখর। ২০২১ সালেই ডিভোর্স হয়ে যায় ভারতীয় দলের তারকা ওপেনারের।
ছবি সৌজন্যে: ট্যুইটার ও ইনস্টাগ্রাম