রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে দারুণ জয় পেল মোহনবাগান (Mohun Bagan)। নর্থ-ইস্ট ইউনাইটেড এফসিকে (North East United FC) ২-১ গোলে হারাল তারা। ন্যাশানাল গ্রুপ স্টেজের প্রথম ম্যাচেই জয় পেল সবুজ-মেরুন। দুটি গোলই করেন টাইসন।
আগাগোড়াই ম্যাচে আধিপত্য নিয়ে খেলেছে মোহনবাগান। একটা গোল বাতিল না হলে ব্যবধান আরও বাড়ত। ভুরি ভুরি সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়েনি।
টাইসন ২ গোল করলেও উভয় ক্ষেত্রেই গোলের বল বাড়ান আমনদীপ। দারুণ খেলেছেন মোহনবাগান ফুটবলাররা। ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে ডার্বি (Kolkata Derby) হারের পরও দারুণভাবে ঘুরে দাঁড়ান মোহনবাগানের তরুণ ফুটবলাররা
লাল কার্ড দেখে বাইরে চলে যেতে হয় অভিষেক রাজবংশিকে। দুই হলুদ কার্ড দেখায় বাইরে চলে যেতে হয় তাঁকে। যদিও তাতে জিততে সমস্যা হয়নি মোহনবাগানের। প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান।
যদিও এই লাল কার্ড নিয়েও বিতর্ক রয়েছে। মোহনবাগান টিম ম্যানেজমেন্ট রেফারির এই সিদ্ধান্তে খুশি নন। ৩০ এপ্রিল রবিবার রবিবারের ম্যাচে অভিষেককে পাবে না সবুজ-মেরুন।
২ মিনিটের মধ্যেই প্রথম গোল করে এগিয়ে যায় মোহনবাগান। দারুণ গোলকিপিং করেছেন জাহিদ। ব্যবধান বাড়তে পারত। তবে সুহেল বেশ কিছু সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়েনি।
রবিবার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার বিরুদ্ধে জাতীয় স্তরের গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে মোহনবাগান। ৩ মে শিলং লাজং-এর বিরুদ্ধে খেলবে সবুজ-মেরুন। ৬ মার্চ ক্লাসিক ফুটবল অ্যাকাডেমির মুখোমুখি হবে মোহনবাগান।