গতকাল যেভাবে নিলাম অনুষ্ঠানে দেশের তরুণ ক্রিকেটারদের উপরে মুঠো মুঠো অর্থ দেশের তরুণ ক্রিকেটারদের উপরে ছড়ানো হল, তা দেখে এটা অন্তত মনে হয় না যে করোনা মহামারীর কারণে গোটা দেশ স্তব্ধ হয়ে গেলেও তার কোনও প্রভাব আইপিএল-১৪'র ওপরে পড়বে। এই টি-২০ লিগে ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস। আইপিএল ইতিহাসে সবথেকে বেশি দামে তাঁকে কেনা হল। রাজস্থান রয়্যালস তাঁকে ১৬.২৫ কোটি টাকায় কিনেছে। যুবরাজ সিংয়ের ৬ বছরের পুরানো রেকর্ড তিনি ভেঙে দেন। ২০১৫ সালে দিল্লি ক্যাপিটালস যুবরাজকে ১৬ কোটি টাকায় কিনেছিল। তবে আইপিএল ইতিহাসে বিরাট কোহলি এখনও সবথেকে দামি ক্রিকেটারের তালিকায় শীর্ষ স্থানটা ধরে রেখেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাঁকে ১৭ কোটি টাকায় ধরে রেখেছে।
আনক্যাপড শাহরুখ খান পেলেন পাঁচ কোটি
আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে কৃষ্ণাপ্পা গৌতম ছাড়া স্পিন অলরাউন্ডার শাহরুখ খানকে পঞ্জাব কিংস ৫.২৫ কোটি টাকায় কিনেছে। শাহরুখের বেস প্রাইস ২০ লাখ টাকা ছিল। লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে বড় শট হাঁকানোর ক্ষমতা রয়েছে তামিলনাড়ুর এই ক্রিকেটারের মধ্যে। চলতি বছরে তিনি দলকে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জেতাতেও সাহায্য করেছেন। গতবার তিনি আইপিএল নিলামে অবিক্রিতই থেকে গিয়েছিলেন। পাঁচটি প্রথম শ্রেনীর ম্যাচে তিনি জোড়া অর্ধশতরান করেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৯২ রান।
গত বছর পর্যন্ত চেতনের ঘরে টিভি ছিল না
রাজস্থান রয়্যালস দলে যোগ দিয়েছেন ২২ বছরের তরুণ ক্রিকেটার চেতন শাকারিয়া। তাঁর বেস প্রাইস ২০ লাখ হলেও তাঁকে ১.০২ কোটি টাকায় কেনা হয়েছে। ভাবনগর জেলায় অবস্থিত চেতনের পরিবার ইতিপূর্বে আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন। গত বছর পর্যন্ত তো তাঁর বাড়িতে টেলিভিশনই ছিল না। কোনও ম্যাচ দেখার জন্য তাঁকে প্রতিবেশীর ঘরে যেতে হত। সম্প্রতি কুচবিহার ট্রফিতে তিনি যথেষ্ট ভালো পারফরম্যান্স করেন। এমআরএফ পেস অ্যাকাডেমিতে গ্লেন ম্যাকগ্রা'র কাছে তিনি অনুশীলনও করেছেন।
৩৭ বলে শতরান করা আজ়হারকে ২০ লাখ
কেরলের ব্যাটসম্যান মহম্মদ আজ়হারউদ্দিনকে কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাঁকে তাঁর বেস প্রাইস ২০ লাখেই কেনা হয়েছে। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি ৩৭ বলে শতরান করেছিলেন। তিনি ২২টি প্রথম শ্রেনীর ম্যাচে ২৫.৯১ গড়ে রান করেছেন।
(প্রত্যেকটা ছবিই টুইটার থেকে নেওয়া হয়েছে)