Advertisement

খেলা

IPL 2021 : ১৬ কোটি পেয়েও বিরাটকে টেক্কা দিতে পারলেন না মরিস! দেখে নিন সবথেকে বেশি আয় করা ১০ ক্রিকেটারকে

Aajtak Bangla
  • 20 Feb 2021,
  • Updated 2:04 PM IST
  • 1/11

ভারতের সবথেকে বেশি আলোচিত টি-২০ লিগ IPL-এর ডঙ্কা বেজে গেছে। গত বৃহস্পতিবার প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ়ি নিজেদের সংসার গুছিয়ে নিয়েছেন। এই নিলাম অনুষ্ঠানে মোট ৫৭ জন ক্রিকেটারকে (ভারতীয় এবং বিদেশি মিলিয়ে) কেনা হয়েছে। যেভাবে নিলাম অনুষ্ঠানে দেশের তরুণ ক্রিকেটারদের উপরে মুঠো মুঠো অর্থ দেশের তরুণ ক্রিকেটারদের উপরে ছড়ানো হল, তা দেখে এটা অন্তত মনে হয় না যে করোনা মহামারীর কারণে গোটা দেশ স্তব্ধ হয়ে গেলেও তার কোনও প্রভাব আইপিএল-১৪'র ওপরে পড়বে। 

এই টি-২০ লিগে ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস। আইপিএল ইতিহাসে সবথেকে বেশি দামে তাঁকে কেনা হল। রাজস্থান রয়্যালস তাঁকে ১৬.২৫ কোটি টাকায় কিনেছে। যুবরাজ সিংয়ের ৬ বছরের পুরানো রেকর্ড তিনি ভেঙে দেন। ২০১৫ সালে দিল্লি ক্যাপিটালস যুবরাজকে ১৬ কোটি টাকায় কিনেছিল। তবে আইপিএল ইতিহাসে বিরাট কোহলি এখনও সবথেকে দামি ক্রিকেটারের তালিকায় শীর্ষ স্থানটা ধরে রেখেছেন। কোন ১০জন ক্রিকেটার আইপিএল টুর্নামেন্টে সবথেকে বেশি আয় করছেন।

  • 2/11

বিরাট কোহলি

রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি এই মুহূর্তে আইপিএল টুর্নামেন্টে সবথেকে বেশি আয় করেন। ২০১৮ সালে আরসিবি তাঁকে ১৭ কোটি টাকায় রিটেন করেছিল। ৩২ বছর বয়সি এই ক্রিকেটার ২০১৩ সাল থেকে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দায়িত্ব সামলাচ্ছেন। কিন্তু, এখনও পর্যন্ত তিনি খেতাব জয় করতে পারেননি।

  • 3/11

ক্রিস মরিস

এই টুর্নামেন্টে সবথেকে বেশি আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস। রাজস্থান রয়্যালস তাঁকে ১৬.২৫ কোটি টাকায় কিনেছে। প্রসঙ্গত, এবছরই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাঁকে ছেড়ে দিয়েছিল। মরিস এখনও পর্যন্ত ৭০টি আইপিএল ম্যাচ খেলেছেন। ১৫৮ স্ট্রাইক রেট এবং ২৪ ব্যাটিং গড়ে তিনি মোট ৫৫১ রান করেছেন। এছাড়া মরিস ২৪-এর বোলিং গড়ে মোট আশিটি উইকেট শিকার করেছেন।

  • 4/11

প্যাট কামিন্স

অস্ট্রেলিয়ার জোরে বোলার প্যাট কামিন্স গত বছরের নিলামে বেশ টাকা কামিয়েছিলেন। ২৭ বছর বয়সি এই বোলারকে কলকাতা নাইট রাইডার্স ১৫.৫ কোটি টাকায় কিনেছিল। কামিন্স ২০১৭ সালে প্রথমবার আইপিএল খেলতে আসেন দিল্লির হয়ে। এখনও পর্যন্ত কামিন্স ৩০টি আইপিএল ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে তিনি ১৩১-এর স্ট্রাইক রেটে ২২৩ রান করেছেন। এরমধ্যে একটা হাফসেঞ্চুরিও রয়েছে। পাশাপাশি বল হাতে তিনি ২৯টি উইকেট নিয়েছেন।

  • 5/11

মহেন্দ্র সিং ধোনি

চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক তথা অভিজ্ঞ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি আইপিএল ইতিহাসে সবথেকে সফল অধিনায়কদের মধ্যে একজন। ওনার আয় ১৫ কোটি। ২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন ধোনি। ইতিমধ্যে চেন্নাই সুপার কিংস তিনবার খেতাব জয় করে ফেলেছে।

  • 6/11

রোহিত শর্মা

মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক রোহিত শর্মা আইপিএল টুর্নামেন্ট থেকে ১৫ কোটি টাকা আয় করেন। আইপিএল ইতিহাসে তিনিই সবথেকে সফল অধিনায়ক। রোহিতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবার আইপিএল খেতাব জয় করেছে। এই টুর্নামেন্টে তিনি ২০০টি ম্যাচ খেলেছেন। ১৩০-এর স্ট্রাইক রেটে ৫,২৩০ রান করেছেন। এখনও পর্যন্ত তিনি একটা সেঞ্চুরি এবং ৩৯টি হাফসেঞ্চুরি করেছেন।

  • 7/11

ঋষভ পান্থ

ভারতীয় ক্রিকেট দলের তরুণ উইকেটকিপার ঋষভ পান্থ দিল্লি ক্যাপিটালস দলের হয়ে খেলেন। দিল্লি তাঁকে ১৫ কোটি টাকায় ধরে রেখেছে। এখনও পর্যন্ত পান্থ আইপিএল টুর্নামেন্টের পাঁচটা মরশুমে মোট ৬৮টি ম্যাচ খেলেছেন। তিনি ১৫১-র স্ট্রাইক রেটে ২,০৭৯ রান করেছেন। এই উইকেটকিপার-ব্যাটসম্যান এখনও পর্যন্ত একটা সেঞ্চুরি এবং ১২টা হাফসেঞ্চুরি করেছেন।

  • 8/11

কাইল জেমিসন

নিউজ়িল্যান্ডের তরুণ অলরাউন্ডার কাইল জেমিসন এই প্রথমবার আইপিএল খেলতে চলেছেন। এখনও পর্যন্ত তিনি মাত্র চারটে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। বিরাটের আরসিবি তাঁকে ১৫ কোটির মোটা অঙ্কে কিনে নিয়েছে। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতা সম্পন্ন জেমিসন টেস্ট ক্রিকেটে যথেষ্ট ভালো পারফরম্য়ান্স করেছেন। জোরে বল করার পাশাপাশি তিনি লম্বা লম্বা শটও হাঁকাতে পারেন।

  • 9/11

গ্লেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আরও একবার মোটা অর্থের বিনিময়ে বিক্রি হলেন। এবারের নিলাম অনুষ্ঠান থেকে তিনি ১৪.২৫ কোটি টাকা আয় করলেন। আসন্ন আইপিএল মরশুমে বিরাট কোহলির নেতৃত্বে ম্যাক্সওয়েলকে খেলতে হবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে পঞ্জাব ম্যাক্সওয়েলকে ১০ কোটি ৭৫ লাখে রিলিজ় করেছিল। এবার ম্যাক্সওয়েলের আইপিএল কেরিয়ারের দিকে একবার তাকানো যাক। ২০১২ সাল থেকে তিনি আইপিএল টুর্নামেন্ট খেলছেন। ২০১৯ সাল বাদ দিলে প্রত্যেক বছরই তিনি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। তিনি ৮২টি ম্যাচে ১৫০৫ রান করেছেন। এছাড়া বল হাতে ২৯টি উইকেট নিয়েছেন।

  • 10/11

ঝাই রিচার্ডসন

অস্ট্রেলিয়ার তরুণ বোলার ঝাই রিচার্ডসন এবার আইপিএল থেকে ১৪ কোটি টাকা আয় করছেন। আসন্ন মরশুমের জন্য পঞ্জাব কিংস তাঁকে কিনেছে। ডানহাতি এই জোরে বোলার সম্প্রতি বিগ ব্যাশ লিগে যথেষ্ট ভালো পারফর্ম করেছিলেন। ১৭ ম্যাচে ২৯টি উইকেট তিনি শিকার করেছিলেন।

(ছবিটি টুইটার থেকে নেওয়া হয়েছে)

  • 11/11

ডেভিড ওয়ার্নার

এই টুর্নামেন্টে সবথেকে বেশি আয়ের তালিকায় দশম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার তথা সানরাইজ়ার্স হায়দরাবাদ দলের বর্তমান অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনি আইপিএল টুর্নামেন্ট থেকে ১২.৫ কোটি টাকা আয় করেন। আইপিএল টুর্নামেন্টের সফলতম ব্যাটসম্যানদের মধ্যে ওয়ার্নার একজন। এখনও পর্যন্ত ১৪২টি ম্যাচে তিনি ৫,২৫৪ রান করেছেন। ওয়ার্নারই একমাত্র ব্যাটসম্যান যিনি টানা ছ'টা মরশুমে তিনি ৫০০-র বেশি রান করে গেছেন। তাঁর আইপিএল কেরিয়ারে একটি সেঞ্চুরি এবং ৪৮টি হাফসেঞ্চুরি রয়েছে।

Advertisement
Advertisement