ইডেন গার্ডেন্স মানেই একটি আলাদা অনুভূতি। ইডেনের ক্রিকেট ম্যাচ মানে ঐতিহ্যের ছোঁয়া। কলকাতার ক্রিকেটের নন্দনকানন কে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সাদ পেয়েছেন বিভিন্ন দেশের ক্রিকেটাররা ও দেশীয় ক্রিকেটারও।
ইডেন গার্ডেন্স একদিক দেখতে গেলে স্টেডিয়াম দীর্ঘ কয়েক বছর ধরে করা হয়েছে কলকাতার মাটিতে। ১৮৪১ সালে এই স্টেডিয়ামে নির্মাণের জন্য ডিজাইন প্রস্তুত করা হয়েছিল। তারপর ১৮৬৪ সালে এই স্টেডিয়াম নাম পায় ইডেন গার্ডেন্স হিসাবে একইসঙ্গে গড়ে তোলা হয় কলকাতায় ক্রিকেট মাঠ।
১৮৭১ সালে এই বছর ইডেন গার্ডেন্সের প্যাভিলিয়ন নির্মাণ করা হয় তার পাশাপাশি ক্রিকেট খেলা শুরু হয় ইডেনে। অন্যতম পুরনো স্টেডিয়াম হিসেবে ইডেন গার্ডেন্স কে গণ্য করা হয়।
অতীতে এক লাখের বেশি দর্শক আসন ছিল ইডেন গার্ডেন্স। বিশ্বের ও এশিয়ার অন্যতম সেরা ক্রিকেট স্টেডিয়াম ও বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হিসেবে গণ্য করা হতো ইডেনকে। তবে এই স্টেডিয়ামের নবনির্মাণ করা হলে দর্শক আসনের সংখ্যা কমে দাঁড়ায় ৬৬হাজারের কাছাকাছি।
ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট ম্যাচ আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয় ১৯৩৪ সালে জানুয়ারি মাসে ক্রিকেটের সিজেন এই ম্যাচ অনুষ্ঠিত হয়। কলকাতার মাটিতে আন্তর্জাতিক পর্যায়ে এটা প্রথম টেস্ট ছিল। এবং সম্ভবত প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ।
পরবর্তীতে ১৯৮৭ সালে প্রথম ভারত বনাম পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হয় ইডেন গার্ডেন্সে শুধু প্রথমেই নয় এটি প্রথম আন্তর্জাতিক একদিনের ম্যাচ যা ইডেনে অনুষ্ঠিত হয়েছিল প্রথমবারের মতো।
ইডেনের ইতিহাসে ক্রিকেটাররা বিভিন্নভাবে বিভিন্ন রকমের ইনিংস খেলেছে পাশাপাশি রয়েছে একাধিক নজির। আজারুদ্দিন থেকে ভিভিএস লক্ষ্মণ রাহুল দ্রাবিড় ও বর্তমানে টি-টোয়েন্টি দলের অধিনায়ক রোহিত শর্মা সবাই এই মাঠে একাধিকবার বড় ইনিংস খেলেছেন।
এবার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ। এই ম্যাচ ঘিরে প্রবল উত্তেজনা সৃষ্টি হয়েছে শহর কলকাতা। দীর্ঘ দুই বছর বাইরে ইডেনে ফেরত হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। তবে ইডেন গার্ডেন্স এর ঐতিহ্য মেনে ৬৬হাজার দর্শন পাচ্ছে না এবার। কবিতার জন্য ৭০ শতাংশ সিট রয়েছে। ফলে আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪৭হাজার।