বিশ্ব ক্রিকেটে সর্বকালের সেরা তথা সফলতম ওপেনিং জুটি সচিন-সেহওয়াগ ছাড়া কল্পনাই করা যায় না। ভারতীয় ক্রিকেট দলের এই দুই প্রাক্তন ব্যাটসম্যান যখন একসঙ্গে মাঠে নামেন, তো বিপক্ষের বোলাররা রীতিমতো রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। এই তো ক'দিন আগেই রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে তারই একটা ঝলক আমরা দেখতে পেয়েছিলাম। এই দুই ক্রিকেটারকে দেখে মনেই হয়নি যে তাঁরা অবসর গ্রহণ করেছে কিংবা ফিট নন।
আজ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ইন্ডিয়া লেডেন্ডস। বিপক্ষ ইংল্যান্ড লেজেন্ডস। চলতি বছরে দুটো দলই একটা করে ম্যাচ খেলেছে। দুটো দলই হারিয়েছে বাংলাদেশকে। ইন্ডিয়া লেজেন্ডস ১০ উইকেটে তো ইংল্যান্ড লেজেন্ডস সাত উইকেটে জয় হাসিল করেছে। ইন্ডিয়া লেজেন্ডস ১১ ওভারের মধ্যেই ১১৪ রান তুলে ১০ উইকেটে এই ম্যাচ জিতে নেয়।
(ছবি - টুইটার)
গত ৫ মার্চ আয়োজিত এই ম্যাচে দেখা গিয়েছিল বীরেন্দ্র সেহওয়াগের ব্যাটিং ঝড়। নজ়ফগড়ের নবাব ১০টি বাউন্ডারি এবং পাঁচটা ছক্কা হাঁকিয়ে মাত্র ৩৫ বলে ৮০ রান করেন। তিনি মাত্র ২০ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। আপনাদের জানিয়ে রাখি রোড ওয়ার্ল্ড সেফটি সিরিজ়ে এটাই সবথেকে দ্রুত হাফসেঞ্চুরি। সচিনও ২৬ বলে ৩৩ রান করেন। তাঁর পাঁচটা বাউন্ডারিতে গোটা রায়পুর কার্যত নেচে ওঠে। ভারতের এই দুই ব্যাটসম্যান পাওয়ার প্লে চলাকালীন সবথেকে বেশি রানের পার্টনারশিপ গড়ে তোলেন।
(ছবি - টুইটার)
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ় ২০২১-এর সরাসরি সম্প্রচার কালার্স সিনেপ্লেক্স এবং রিস্তে সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে। ম্যাচের লাইভ স্ট্রিমিং আপনি voot কিংবা jio app-এও দেখতে পাওয়া যাচ্ছে। সচিন এবং সেহওয়াগ ছাড়াও ইন্ডিয়া লেজেন্ডস দলে যুবরাজ সিং, ইরফান পাঠান, প্রজ্ঞান ওঝা, মুনাফ প্যাটেল এবং বিনয় কুমারের মতো তারকা ক্রিকেটাররাও রয়েছেন।
(ছবি - টুইটার)
গত বছর ১১ মার্চ থেকে পুনেতে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ়ের শুরু হয়েছিল। কিন্তু, গোটা দেশে করোনা মহামারী ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় লকডাউন জারি করা হয়। আর সেকারণেই স্থগিত করতে হয়েছিল এই টুর্নামেন্ট। ওই সিরিজ়টাই আবারও শুরু করা হয়েছে। সবক'টা ম্যাচ রায়পুরেই আয়োজন করা হবে। গতবার এই টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশগ্রহণ করেছিল। কিন্তু, এবছর দলের সংখ্যা ছয় হয়ে গেছে। যদিও অস্ট্রেলিয়া ক্রিকেট দল এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করছে না। তার বদলে শ্রীলঙ্কা লেডেন্ডস এবার অংশগ্রহণ করছে। আরও একটি নতুন দল হিসেবে খেলছে ইংল্যান্ড লেজেন্ডস।
(ছবি - টুইটার)