Advertisement

খেলা

"প্রচন্ড মাথা ঘুরছিল, মনে হচ্ছিল খেলতেই পারব না", কেন এমন বললেন স্মিথ?

Aajtak Bangla
  • 01 Dec 2020,
  • Updated 6:47 PM IST
  • 1/5

ভারতের বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলতে নামার আগেই প্রচন্ড মাথা ঘুরছিল। মনে হচ্ছিল যে তিনি খেলতেই পারবেন না। এমনই কথা জানালেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। যদিও গত ম্যাচে তিনি একটি অসাধারণ শতরান করেছেন।

  • 2/5

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে স্মিথ ৬৪ বলে ১০৪ রান করেন। স্মিথের ব্যাটিংয়ের উপর ভর করেই অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৩৮৯ রান তোলে। সেইসঙ্গে ভারতকে ৫১ রানে পরাস্ত করে ২-০ ব্যবধানে সিরিজ় নিজেদের পকেটে পুরে নেয়। 

  • 3/5

যদিও অস্ট্রেলিয়ার প্রাক্তন এই অধিনায়ক জানালেন, "ক্রিজ়ে ব্যাট করার সময় বেশ কিছুক্ষণ অসুস্থ মনে হচ্ছিল। কিছুই ভালো লাগছিল না।" টানা দ্বিতীয় একদিনের ম্যাচেও স্মিথ ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার অর্জন করেন। ম্যাচের পর ক্রিকেট.কম.এউ-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্মিথ বলেন, "আমি বুঝতে পারিনি যে আজ আমি খেলতে পারব। সকালবেলা থেকেই আমার মাথা প্রচন্ড ঘুরছিল। আর সেটা নিয়েই আমি যথেষ্ট চিন্তিত ছিলাম।" 

  • 4/5

স্মিথ জানালেন, দলের চিকিৎসক লেগ গোল্ডিংয়ের শুশ্রষার কারণেই তিনি সুস্থ হয়ে ওঠেন। তিনি হাত দিয়ে স্মিথের মাথা আস্তে আস্তে ঘোরাতে থাকেন। এমন বেশ কয়েকবার করার পর স্মিথ নিজেকে সুস্থ বলে মনে করেন।

  • 5/5

স্টিভ স্মিথের কথায়, "সকাল থেকে দলের এই চিকিৎসক কম করে ছ'বার আমার মাথাটা এভাবে ঘোরাতে থাকেন। এমন ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠি। আরও যে একটা দূর্দান্ত ইনিংস খেলতে পারলাম, এটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে। সেইসঙ্গে দলকেও সাহায্য করতে পেরেছি।"

Advertisement
Advertisement