চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আরও একবার মুখোমুখি হতে চলেছে বায়ার্ন মিউনিখ এবং প্যারিস সেন্ট-জার্মেইন। ইতিপূর্বে ২০২০ সালে এই দুই দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেইবার বায়ার্নের কাছে ১-০ গোলে হারতে হয়েছিল প্যারিস সেন্ট-জার্মেইনকে। তবে নেমারের কাছে এবার এসেছে বদলা নেওয়ার সুযোগ। চ্যাম্পিয়ন্স লিগের চলতি মরশুমের কোয়ার্টার ফাইনালে আবারও এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে।
আসুন গত মরশুমে এই দুই দলের লড়াইটা ঠিক কেমন হয়েছিল সেটা ছোটো করে জেনে নেওয়া যাক। গত মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হতে হয়েছিল প্যারিস সেন্ট জার্মেইনকে। ম্য়াচের ৫৯ মিনিটে একমাত্র গোলটি করেছিলেন বেয়ার্ন মিউনিখের কিংসলে কোমান। বক্সের ৬ গজ বাইরে থেকে কিমিচের বাড়ানো ভাসানো বল থেকে হেড দিয়ে বিপক্ষের জালে জড়িয়ে দেন কোমান। সঙ্গে সঙ্গে বায়ার্নের গ্যালারি উল্লাসের শব্দব্রহ্মে ফেটে পড়েছিল।
২০১৮ সালে ফলাফল তো আরও লজ্জাজনক হয়েছিল। দিনটা ছিল ২১ জুলাই। বেয়ার্ন মিউনিখের কাছে ৩-১ গোলে হারতে হয়েছিল। এই ম্যাচে মাত্র ১০ মিনিটের মধ্যে তিনটে গোল করেছিল বেয়ার্ন মিউনিখ। ৬০ মিনিটে প্রথম গোলটা করেন জ়াভি মার্টিনেজ়। ৬৮ মিনিটে দ্বিতীয় গোল করেন রেনাতো স্যাঞ্চেজ় এবং অন্তিম গোলটা ৭৮ মিনিটে করেন জোসুয়া জ়ার্কজ়ি। প্যারিস সেন্ট-জার্মেইন এই ম্যাচে এগিয়ে থেকেও (৩১ মিনিটে গোল করেন টিমোথি উই) কোনও কাজের কাজ করতে পারেনি।
অবশেষে ২০২১ সালে আরও একবার একে অপরের মুখোমুখি বায়ার্ন মিউনিখ এবং প্যারিস সেন্ট-জার্মেইন। এবার কি নেমার পুরনো দুটো পরাজয়ের প্রতিশোধ নিতে পারবেন। আগামী ৬ এপ্রিল আয়োজিত হতে চলেছে প্রথম লেগের কোয়ার্টার ফাইনাল। প্রথম লেগের কোয়ার্টার ফাইনাল জিততে মরিয়া হয়ে রয়েছেন ব্রাজ়িলিয়ান ফরোয়ার্ড এবং কিলিয়ান এমবাপ্পের জুটি। গত মরশুমে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিলেন নেইমাররা? কিন্তু, ফাইনাল ম্যাচটা জিততে পারেননি। এবার কি হবে সেই স্বপ্নপূরণ?