কেরলের মাটি থেকে ফের একবার সন্তোষ ট্রফি জিততে হলে ফাইনাল ম্যাচে তাদেরকেই হারাতে হবে বাংলাকে। সন্তোষ ট্রফির প্রতি ম্যাচেই প্রচুর সমর্থক খেলা দেখতে আসছেন। সোমবারও প্রচুর কেরল সমর্থক ফাইনাল ম্যাচে তাদের রাজ্যের দলকে সমর্থন করতে আসবেন। সন্তোষ ট্রফির দ্বিতীয় ম্যাচেই ২-০ গোলে হারতে হয়েছিল প্রিয়ন্ত কুমার সিং-ফরদিন আলি মোল্লাদের।
তবে সেই সব মাথায় না রেখে জয়ের জন্য ঝাঁপাক বাংলার ফুটবলাররা। এমনটাই চাইছেন বাংলাকে সন্তোষ ট্রফি এনে দেওয়া কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়। আজতক বাংলাকে তিনি বলেন, ''রঞ্জন কী বলেছে ওর ছেলেদের আমি জানি না। তবে আমি হলে বলতাম ঘরের মাঠ কী বাইরের মাঠ, আগের রেজাল্ট এসব মাথা থেকে ঝেড়ে ফেল, এটা ৯০ মিনিটের লড়াই। নতুন ম্যাচ। বাংলা যে আজও ফুটবলে শ্রেষ্ঠ এটা বোঝাতে হবে। তোমরা যে ভাল ফুটবলার সে বিষয় সন্দেহ নেই। তোমাদের ফাইনালে যাওয়া তোমাদের যোগ্যতার প্রমাণ। সুতরাং নিজেদের খেলাটা খেল।''
বাংলা দলের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ছ'বার বাংলার হয়ে সন্তোষ ট্রফি জেতা প্রাক্তন ফুটবলার গৌতম সরকারও। তিনি বলেন, ''বাংলা সবসময়ই ফুটবলে এগিয়ে। ফের জিতলে সেটা আবারও প্রমাণিত হবে। এবারে বাংলা দল খুব ভাল খেলছে। মণিপুরকে হারিয়ে বাংলা সন্তোষ ট্রফির ফাইনালে উঠেছে এটা খুব আনন্দের খবর।''
আরও পড়ুন: কীভাবে বুলবুলের বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অরুণ লাল?
আরও পড়ুন: রোহিত শর্মার জন্মদিনে তাঁর সেরা পাঁচ রেকর্ড, PHOTOS
কেরলের মাঠে খেলা হলেও তা নিয়ে বাংলা দলের চিন্তার কোনও কারণ নেই বলেই মনে করছেন গৌতম সরকার। প্রাক্তন ফুটবলার বলেন, ''আমরা এর আগে পঞ্জাবের মাটিতে পঞ্জাবকে। গোয়ার মাটিতে গোয়াকে হারিয়ে এসেছি তাই সমস্যা হবে না।''