Advertisement

FIFA World Cup 2022: 'মেসি বিশ্বকাপ জিতলে খুশি হব,' বলছেন রোনাল্ডো, নিন্দা আর্জেন্টিনার ফুটবলের

Lionel Messi: আপাতত আর্জেন্টিনাতেই বুক বাঁধছেন সমর্থকরা। এহেন আবহে মেসির হাতেই বিশ্বকাপ দেখতে চাইলেন ব্রাজিলের প্রাক্তন ফুটবল তারকা রোনাল্ডো (Ronaldo)। যদিও আর্জেন্টিনার খেলার নিন্দাই শোনা গেল ব্রাজিলের ফুটবল লেজেন্ডের গলায়।

রোনাল্ডো ও মেসি
Aajtak Bangla
  • দোহা,
  • 13 Dec 2022,
  • अपडेटेड 3:32 PM IST
  • মেসি জিতলে খুশি হব
  • কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকেই হারিয়েছিল আর্জেন্টিনা
  • আজ আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া প্রথম সেমি ফাইনাল

আর মাত্র দুটি ম্যাচ। লিওনেল মেসির (Lionel Messi) বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হবে কিনা, তাকিয়ে গোটা ফুটবল বিশ্ব। বাঙালির প্রিয় দুই দল, ব্রাজিল ও আর্জেন্টিনার (Brazil and Argentina) মধ্যে ব্রাজিল ছিটকে গিয়েছে। আপাতত আর্জেন্টিনাতেই বুক বাঁধছেন সমর্থকরা। এহেন আবহে মেসির হাতেই বিশ্বকাপ দেখতে চাইলেন ব্রাজিলের প্রাক্তন ফুটবল তারকা রোনাল্ডো (Ronaldo)। যদিও আর্জেন্টিনার খেলার নিন্দাই শোনা গেল ব্রাজিলের ফুটবল লেজেন্ডের গলায়।

মেসি জিতলে খুশি হব

রোনাল্ডোর (Ronaldo) কথায়, 'মেসি বিশ্বকাপ পেলে আমি ব্যক্তিগত ভাবে খুশি হব। একজন ব্রাজিলিয়ান খুশি হব না। ফুটবল হল খেলা ও জেতার ম্যাচ। কেউ এক ইঞ্চিও জমি ছাড়বে না। মেসির একটা সুযোগ রয়েছে। কিন্তু আর্জেন্টিনা খুব ভাল ফুটবল খেলছে না। তবে হ্যাঁ, ওদের মধ্যে একটা আগ্রাসন দেখতে পাচ্ছি। বিশ্বকাপ জয়ের একটা খিদে লক্ষ্য করছি। আর্জেন্টিনার মেসি রয়েছে। ও বিশ্বকাপ জিতলে, আমি ব্যক্তিগত ভাবে সত্যিই খুশি হব।' 

কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকেই হারিয়েছিল আর্জেন্টিনা

প্রসঙ্গত, মেসি ইতিমধ্যেই কোপা আমেরিকা জিতেছেন। ফাইনালে ব্রাজিলকেই হারিয়েছিল আর্জেন্টিনা। ৩৫ বছর বয়সি মেসি ইতিমধ্যেই বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করে দিয়েছেন। 

আরও পড়ুন: FIFA World Cup 2022 Semi Final Argentina VS Croatia: নেইমারের স্বপ্নভঙ্গ করেছেন মরডিচরা, মেসিরা পারবেন? নজরে আর্জেন্টিনা VS ক্রোয়েশিয়া

আজ আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া প্রথম সেমি ফাইনাল

২০১৮ সালের বিশ্বকাপে (FIFA World Cup 2018) রানার্স আপ দল ছিল ক্রোয়েশিয়া (Croatia)। বিশ্বকাপজয়ের স্বপ্নে মেসির সামনে আপাতত সবচেয়ে বড় বাধা ক্রোয়েশিয়া। গতবারের বিশ্বকাপে ফ্রান্সের কাছে ফাইনালে হেরে গিয়েছিল ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার ডিফেন্ডার জোসিপ জুরানোভিচের কথায়, 'আমাদের কাউকে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের দরকার, নিজেদের সেরাটা দেওয়া। আমাদের সাফল্যের চাবিকাঠি হল, ঐক্য। আমরা একটি পরিবারের মতো খেলি।'

Advertisement

কোয়ার্টার ফাইনালের ম্যাচে ব্রাজিলকে পেনাল্টি শ্যুটআউটে ৪-২ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। নেইমারকে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয়েছে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement