ভারতের কুস্তি ফেডারেশনের কর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চলেছে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর আন্দোলনরত রেসলারদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ১৫ জুনের মধ্যে চার্জশিট দেবে দিল্লি পুলিশ। সেইমতো আজই সেই চার্জশিট জমা দেওয়ার কথা ছিল। তবে কিছুটা স্বস্তি পেয়েছেন ব্রিজভূষণ। তাঁকে পস্কো মামলায় ক্লিনচিট দিয়েছে দিল্লি পুলিশ।
ইতিমধ্যেই আদালতে পৌঁছে গিয়েছেন দিল্লি পুলিশের কর্তারা। ৬ জন প্রাপ্তবয়স্ক কুস্তিগীরও যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন ব্রিজভূষণের বিরুদ্ধে। শুধু তাই নয়, অপ্রাপ্তবয়স্ক বেশ কয়েকজন রেসলারও অভিযোগ দায়ের করেছিলেন। যদিও সেই মামলায় ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও চার্জশীট দাখিল করতে পারেনি দিল্লি পুলিশ। বাকি মামলায় যদিও চার্জশিট দিয়েছে পুলিশ। ব্রিজভূষণের বিরুদ্ধে POCSO-এর অধীনে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য আদালতে সুপারিশ করেছে পুলিশ। শুধু তাই নয়, পুলিশ বলছে, পকসো মামলার তদন্ত শেষ হওয়ার পর মামলাটি বাতিলের সুপারিশ করা হয়েছে। অভিযোগকারীর বাবা এবং অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে পুলিশ আদালতে এই প্রতিবেদন দাখিল করেছে।
নাবালিকা মহিলা কুস্তিগীর, ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন। তবে পরে সে তার বয়ান পাল্টে ফেলে। ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া তার প্রথম জবানবন্দিতে, নাবালিকা যৌন শোষণের কথা বলেছিলেন। দ্বিতীয় বিবৃতিতে, নাবালক যৌন নির্যাতনের অভিযোগ প্রত্যাহার করে এবং বলে যে আমি নির্বাচিত হইনি, আমি খুব কঠোর পরিশ্রম করেছি, আমি বিষণ্নতায় ছিলাম, তাই রাগে আমি যৌন নির্যাতনের মামলাটি নথিভুক্ত করেছি।
আরও পড়ুন: মেয়ে কুস্তিগীরদের সঙ্গে কী করেন WFI প্রধান-ঠিক কী অভিযোগ?
কী কী অভিযোগ এখনও রয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে?
প্রথম অভিযোগ- হোটেল রেস্তোরাঁয় রাতের খাবারের সময়, আমাকে তার টেবিলে ডেকেছিল, আমার শরীরের বিভিন্ন জায়গায় ছুঁয়েছিলেন ব্রিজভূষণ। শুধু তাই নয়, বিভিন্ন অজুহাতে বারেবারে এমনটা করে গিয়েছেন তিনি।
দ্বিতীয় অভিযোগ- আমি যখন মাদুরে শুয়ে ছিলাম, অভিযুক্ত (ব্রিজভূষণ সিং) আমার কাছে এসেছিলেন, আমার কোচ সেখানে ছিলেন না, আমার অনুমতি ছাড়াই আমার টি-শার্ট টেনে নিয়েছিলেন, আমার বুকে হাত রাখেন।
আরও পড়ুন: আরও বিপদে ব্রিজভূষণ, যন্তর মন্তরে জাতীয় চ্যাম্পিয়নশিপ বয়কট করা অ্যাথলিটরা
এরকম ভাবে মোট ছয়জন প্রাপ্তবয়স্ক কুস্তিগীরও ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ফলে পস্কো মামলা থেকে সাময়িক স্বস্তি মিললেও এখনই পুরোপুরি ছাড়া পাচ্ছেন না ব্রিজভূষণ।
মামলা প্রত্যাহার করা হচ্ছে কুস্তীগিরদের বিরুদ্ধে
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ২৮ মে নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন অবস্থান বিক্ষোভ করছিলেন কুস্তিগীররা। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় কুস্তীগিরদের। দিল্লি পুলিশ তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলা প্রত্যাহার করার আশ্বাস দিয়েছিলেন অনুরাগ।