Advertisement

WTC Final 2023: 'কোনও সংশয় ছিল না' গিলের ক্যাচ ধরা নিয়ে এবার মুখ খুললেন গ্রিন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (World Test Championship Final 2023) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৪৪৪ রান তাড়া করতে নেমে মাত্র ১৮ রানে আউট হন শুভমন গিল (Shubman Gill)। তবে এই উইকেট নিয়েই শুরু হয়েছে বিতর্ক। আর এই বিতর্ক নিয়েই এবার মুখ খুললেন ক্যাচ নেওয়া ক্যামেরন গ্রিন। 

ক্যামেরন গ্রিন ও শুভমন গিল
Aajtak Bangla
  • লন্ডন,
  • 11 Jun 2023,
  • अपडेटेड 1:59 PM IST

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (World Test Championship Final 2023) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৪৪৪ রান তাড়া করতে নেমে মাত্র ১৮ রানে আউট হন শুভমন গিল (Shubman Gill)। তবে এই উইকেট নিয়েই শুরু হয়েছে বিতর্ক। আর এই বিতর্ক নিয়েই এবার মুখ খুললেন ক্যাচ নেওয়া ক্যামেরন গ্রিন। 


ভারতীয় সমর্থকদের দাবি, আউট ছিলেন না ভারতীয় দলের তরুণ এই ওপেনার। তবুও থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিয়ে দেন। কিছুটা ফুল লেংথ বল ড্রাইভ করতে গিয়ে ব্যাটের কানায় লাগে। স্লিপে দাঁড়িয়ে থাকা ক্যামেরুন গ্রিন ঝুঁকে পড়ে ক্যাচ ধরেন। যদিও রিপ্লেতে দেখা যায়, ক্যাচ ধরার সময়, বল তাঁর হাতের বাইরে চলে যায়। দেখা যায়, বল মাটিতে ঠেকে গিয়েছে। এর জেরেই ক্ষোভে ফুঁসছেন ভারতীয় দলের সমর্থকরা, গিল নিজেও খুশি নন এমন সিদ্ধান্তে। যদিও এই বিতর্কিত ক্যাচ ধরা ক্যামেরুন গ্রিনের দাবি, শুভমনের ক্যাচ সঠিক ভাবেই ধরেছেন। 

চতুর্থ দিনে ম্যা চ শেষ হওয়ার পর গ্রিন বলেন, ‘শুভমনের ক্যাচটা সঠিক ভাবেই ধরেছি। আমারও সেটাই মনে হয়েছে। সেই মুহূর্তেও ক্যাচ ধরে আত্মবিশ্বাসী ছিলাম। আমার মনে কোনও সংশয় ছিল না। তাই উচ্ছ্বাসে বলটা শূন্যে ছুড়ে দিয়েছিলাম। আউটের আবেদন করেছিলাম। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তৃতীয় আম্পায়ারকে দেওয়া হয়েছিল। তিনি আউট দিয়েছেন। সব সময় চেষ্টা করেছি ভাল ক্যাচ ধরার। জুনিয়র পর্যায়েও প্রথম বা দ্বিতীয় স্লিপে দাঁড়াতাম। স্লিপে দাঁড়িয়ে আগেও কঠিন ক্যাচ নিয়েছি। এই টেস্টে একটা সহজ ক্যাচ ছাড়ায় কিছুটা হতাশ হয়ে পড়েছিলাম। এমন ব্যর্থতার পর আবার ভাল ক্যাচ নিতে পারলে বেশ ভাল লাগে।'

আরও পড়ুন: বিতর্কিত আউট নিয়ে ক্ষোভ, কী পোস্ট করলেন গিল?

ভারতীয় সমর্থকদের দাবি, আউট ছিলেন না শুভমন। ক্ষোভে ফুঁসছেন ভারতীয় দলের সমর্থকরা। তাঁদের একাংশ গ্রিনকে নিয়ে বিদ্রুপও করছে। যদিও এ নিয়ে বেশি কিছু ভাবতে নারাজ গ্রিন। অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার বলেন, ‘ভারতীয় সমর্থকরা ক্রিকেট নিয়ে ভীষণ উৎসাহী। খুব আবেগপ্রবণ। ওদের প্রিয় ক্রিকেটারদের একজন শুভমন। ও আউট হওয়ায় সমর্থকরা হতাশ হয়েছেন। তাঁরা নিজেদের মতো করে দেখেছেন বিষয়টা। আশা করব, ক্রিকেটপ্রেমীরা খেলার দিকে নজর রাখবেন। আমাদের এগিয়ে যেতে হবে।‘

Advertisement

আরও পড়ুন: 'ICC ডাকাত', গিলের বিতর্কিত আউট নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া

আউট হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েছেন গিলও। ম্যাচ শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন ভারতীয় দলের ওপেনার। গ্রিনের সেই ক্যাচের স্ক্রিনশট শেয়ার করে দুটো ম্যাগনিফাইং গ্লাসের ইমোজি শেয়ার করেন তিনি। ভারতীয় সমর্থকদের অভিযোগ, আরও একটু সময় নিয়ে গ্রিনের হাতের দিকে লক্ষ্য করতে পারতেন তৃতীয় আম্পায়ার। তা করলে হয়ত তিনি বুঝতে পারতেন, গিলের ক্যাচ ধরতে গিয়ে আসলে তা ফেলেই দিয়েছেন গ্রিন। আর সেই কথাই গিল বোঝাতে চাইলেন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement