Advertisement

Pakistani Boxers missing in Birmingham: কমনওয়েলথ গেমস থেকে ফেরার পথে রহস্যজনক ভাবে নিখোঁজ দুই পাক বক্সার

গোটা ঘটনার কথা পাকিস্তান দূতাবাসকে জানিয়েছে সে দেশের বক্সিং সংস্থা। নাসির টাং বলেন, ''ফেডারেশনের যে কর্তারা বার্মিংহামে গিয়েছিলেন তাঁদের কাছেই ওই দুই বক্সারের পাসপোর্ট সহ একাধিক নথি রয়েছে।'' এই ঘটনার তদন্ত করার জন্য, পাকিস্তান অলিম্পিক সংস্থা চার সদস্যের দল তৈরি করা করেছে।

সুলেমান বালোচ ও নাজিরউল্লাহসুলেমান বালোচ ও নাজিরউল্লাহ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Aug 2022,
  • अपडेटेड 3:14 PM IST
  • নিখোঁজ দুই পাক বক্সার
  • ইসলামাবাদে যাওয়ার আগে নিখোঁজ তাঁরা

সোমবার কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022) শেষ হয়ে গিয়েছে। তবে নিজেদের দেশের ফেরেননি পাকিস্তানের দুই বক্সার। তাঁরা নাকি হারিয়ে গিয়েছেন। এমনটাই জানান হয়েছে পাকিস্তান বক্সিং ফেডারেশনের তরফ থেকে। পাকিস্তান বক্সিং ফেডারেশনের সচিব নাসির টাং এই ঘটনার কথা জানান। নিখোঁজ দুই বক্সার হলেন, সুলেমান বালোচ ও নাজিরউল্লাহ। পাকিস্তান দল ইসলামাবাদ পৌঁছানোর আগেই নিখোঁজ হয়ে যান দুই বক্সার। তাঁদের কাছে পাসপোর্টও নেই বলে জানান হয়েছে পাকিস্তান বক্সিং ফেডারেশনের তরফ থেকে। 

গোটা ঘটনার কথা পাকিস্তান দূতাবাসকে জানিয়েছে সে দেশের বক্সিং সংস্থা। নাসির টাং বলেন, ''ফেডারেশনের যে কর্তারা বার্মিংহামে গিয়েছিলেন তাঁদের কাছেই ওই দুই বক্সারের পাসপোর্ট সহ একাধিক নথি রয়েছে।'' এই ঘটনার তদন্ত করার জন্য, পাকিস্তান অলিম্পিক সংস্থা চার সদস্যের দল তৈরি করা করেছে।

আরও পড়ুন

বক্সিংয়ে একটাও পদক পায়নি পাকিস্তান

এবারের কমনওয়েলথ গেমসে বক্সিং থেকে একটাও পদক জিততে পারেনি পাকিস্তান। সব মিলিয়ে মোট আটটি পদক জিতেছে পাকিস্তান। যার মধ্যে রয়েছে দুটি সোনাও। ভারোত্তলন ও জ্যাভলিনে সোনা জিতেছে পাকিস্তান। 

হারিয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কার খেলোয়াড়রাও

শুধু পাকিস্তান নয়, এর আগে কমনওয়েলথ গেমস থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিন শ্রীলঙ্কার খেলোয়াড়। পরে যদিও তাঁদের মধ্যে দুইজন খেলয়াড়কে খুঁজে পাওয়া গিয়েছে। যদিও পাকিস্তানের দুই বক্সারের খবর এখনও পাওয়া যায়নি। 

খুঁজে পাওয়া যাচ্ছে না দুই বক্সারকে

আরও পড়ুন: আর্জেন্টিনার বিরুদ্ধে সেই ম্যাচটি খেলবে না ব্রাজিল, কেন?

এ বারের কমনওয়েলথে ২২টি সোনা পেয়েছে ভারত

এবারের বার্মিংহাম কমনওয়েলথ গেমস থেকে ২২টি সোনা পেয়েছে ভারত। মোট ৬১টি পদক জিতেছে ভারত। ২২টি সোনার পাশাপাশি ১৬টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ জিতেছে ভারত। এবারে পদক তালিকায় চার নম্বরে শেষ করেছে তারা। ভারতের সেরা পারফরম্যান্স ছিল ২০১০ দিল্লি কমনওয়েলথে। সেবার সর্বাধিক পদক জয়ের রেকর্ড গড়েছিল ভারত। ১০১টি পদক জিতেছিল তারা। তালিকায় দুই নম্বরে ছিল ভারত। এটা কমনওয়েলথ গেমসে ভারতের চতুর্থ সেরা পারফরম্যান্স।       

Advertisement

Read more!
Advertisement
Advertisement