Advertisement

Super Cup 2023 Schedule East Bengal Mohun Bagan: সুপার কাপে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান, কবে কীভাবে দেখবেন ম্যাচ?

শনিবার থেকে শুরু হচ্ছে সুপার কাপ (Super Cup 2022)। কেরলে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে খেলবে ইস্টবেঙ্গল ও মোহনবাগানও (East Bengal vs Mohun Bagan)। এর আগে সন্তোষ ট্রফি (Santosh Trophy) ও আইএসএল-এর (ISL) ম্যাচে প্রচুর দর্শক এসেছিলেন ম্যাচ দেখতে। ম্যাচগুলি অনুষ্ঠিত হবে কোঝিকোড়ের (Kozhikode) ইএমএস স্টেডিয়াম (E.M.S Stadium) এবং মাঞ্জেরির (Manjeri) পায়ানাদ স্টেডিয়ামে (Payyanad Stadium)। 

সুপার কাপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার কাপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Apr 2023,
  • अपडेटेड 6:24 PM IST
  • সুপার কাপে নামছে দুই দল
  • কীভাবে দেখবেন ম্যাচ

শনিবার থেকে শুরু হচ্ছে সুপার কাপ (Super Cup 2022)। কেরলে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে খেলবে ইস্টবেঙ্গল ও মোহনবাগানও (East Bengal vs Mohun Bagan)। এর আগে সন্তোষ ট্রফি (Santosh Trophy) ও আইএসএল-এর (ISL) ম্যাচে প্রচুর দর্শক এসেছিলেন ম্যাচ দেখতে। ম্যাচগুলি অনুষ্ঠিত হবে কোঝিকোড়ের (Kozhikode) ইএমএস স্টেডিয়াম (E.M.S Stadium) এবং মাঞ্জেরির (Manjeri) পায়ানাদ স্টেডিয়ামে (Payyanad Stadium)। 

রবিবার ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলতে নামবে। তাদের প্রতিপক্ষ ওড়িশা এফসি। সোমবার প্রথম ম্যাচ খেলবে মোহনবাগান। গোকুলাম কেরল এফসি-র বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে জুয়ান ফেরান্দোর মোহনবাগান। কোয়ালিফায়ার খেলে উঠে এসেছে গোকুলাম কেরল এফসি। অন্যদিকে ইস্টবেঙ্গলের গ্রুপে কোয়ালিফায়ার খেলে উঠে এসেছে আইজল এফসি। ১৭ এপ্রিল মাঞ্জেরি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। মহামেডান স্পোর্টিং-কে হারিয়ে গোকুলাম সুপার কাপে খেলার সুযোগ পেয়েছে। 

আরও পড়ুন

কবে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ম্যাচ?
এটিকে-মোহনবাগান (ATK Mohun Bagan) রয়েছে গ্রুপ-সিতে 

১০ এপ্রিলঃ- এটিকে-মোহনবাগান (ATKMB) বনাম বিজয়ী কোয়ালিফাইয়ার-২ (WQ2), ইএমএস স্টেডিয়াম-কোঝিকোড়
১৪ এপ্রিলঃ-  এটিকে-মোহনবাগান ATKMB) বনাম জামশেদপুর এফসি (JFC), ইএমএস স্টেডিয়াম-কোঝিকোড়
১৮ এপ্রিলঃ- এটিকে-মোহনবাগান (ATKMB) বনাম এফসি গোয়া (FCG), ইএমএস স্টেডিয়াম-কোঝিকোড়

ইস্টবেঙ্গল (East Bengal) রয়েছে গ্রুপ-বিতে

৯ এপ্রিলঃ- ইস্টবেঙ্গল (EB) বনাম ওড়িশা এফসি (OFC), পায়ানাদ স্টেডিয়াম-মাঞ্জেরি
১৩ এপ্রিলঃ- ইস্টবেঙ্গল (EB) বনাম হায়দরাবাদ এফসি (HFC), পায়ানাদ স্টেডিয়াম-মাঞ্জেরি 
১৭ এপ্রিলঃ-  ইস্টবেঙ্গল (EB) বনাম বিজয়ী কোয়ালিফাইয়ার-৩ (WQ3), পায়ানাদ স্টেডিয়াম-মাঞ্জেরি   

প্রস্তুতি সারছে ইস্টবেঙ্গল-মোহনবাগান
কলকাতায় প্রস্তুতি সারার পর কেরল উড়ে গিয়েছে কলকাতার দুই বড় ক্লাব। ইতিমধ্যেই দল ঘোষণা হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। মোহনবাগানও পৌঁছে যাবে কেরলে। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবার সুপার কাপেও জিততে মরিয়া মোহনবাগান। কারণ, এই টুর্নামেন্ট জিততে পারলে এএফসি কাপে খেলার সুযোগ পাবে এটিকে মোহনবাগান।  

কোথায় দেখা যাবে সুপার কাপের ম্যাচ?
ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ম্যাচ শুধু নয় গোটা টুর্নামেন্টই দেখানো হবে সোনিতে। টেলিভিশনে সোনির চ্যানেলে দেখা যাবে সুপার কাপের ম্যাচ। লাইভ স্ট্রিমিং দেখতে হলে ফ্যানকোড অ্যাপ ইনস্টল করতে হবে। সেখানে টাকা দিয়ে ম্যাচ দেখতে হবে।  

Read more!
Advertisement
Advertisement