Advertisement

Emami-East Bengal: আজ টিম গঠন শুরু ইস্টবেঙ্গলের, চুক্তি-জট কত দূর?

ইমামি কর্তা ইউরোপ থেকে ফিরলেই চুক্তি সই হয়ে যেতে পারে। কারণ আইনি যে জটিলতা ছিল তা কেটে গিয়েছে। গত দুই বছরের ব্যর্থতা কাটিয়ে এবার ভাল দল গড়ে খেলার দিকে মন দিতে চাইছে দুই পক্ষ। চুক্তিপত্র পাওয়ার পরে লাল-হলুদ কর্তারা তাদের আইনজীবিদের পরামর্শ নেন। তাঁরাও চুক্তির শর্তাবলী  খতিয়ে দেখার পরই  ক্লাব কর্তাদের স্বাক্ষরের বিষয়ে সম্মতি দিয়েছেন।  

ইস্টবেঙ্গল সমর্থকরা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jul 2022,
  • अपडेटेड 9:54 AM IST
  • জটিলতা কাটছে ইস্টবেঙ্গলে
  • সই হতে পারে কয়েকদিনেই

চুক্তি সই নিয়ে জট কাটার ইঙ্গিতের পরেই দল গঠনের কাজ শুরু করে দিতে চলেছে ইমামি-ইস্টবেঙ্গল। মঙ্গলবার অথবা বুধবার চুক্তিও সই হয়ে যেতে পারে। আইএসএল-এর দলগুলি ইতিমধ্যেই দলগঠনের কাজ শুরু করে দিয়েছে। বেশ কয়েকটি দল আবার অনুশীলনও শুরু করে দিয়েছে। ফলে ভাল মানের ফুটবলার সই করানোর ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে ইস্টবেঙ্গলকে। সে স্বদেশী হন বা বিদেশি সব ক্ষেত্রেই সমস্যা হবে। কারণ বিশ্বের সমস্ত দল ট্রান্সফার উইন্ডো খুলতেই ফুটবলারদের সই করাতে ঝাঁপিয়ে পড়ে। এ ক্ষেত্রেও তাই ঘটতে চলেছে। তবে ইমামি কর্তারা কিন্তু আশাবাদী। এর মধ্যেও ভাল দল গড়ে খেলা সম্ভব বলে মনে করছেন তাঁরা। 

ইমামি কর্তা ইউরোপ থেকে ফিরলেই চুক্তি সই হয়ে যেতে পারে। কারণ আইনি যে জটিলতা ছিল তা কেটে গিয়েছে। গত দুই বছরের ব্যর্থতা কাটিয়ে এবার ভাল দল গড়ে খেলার দিকে মন দিতে চাইছে দুই পক্ষ। চুক্তিপত্র পাওয়ার পরে লাল-হলুদ কর্তারা তাদের আইনজীবিদের পরামর্শ নেন। তাঁরাও চুক্তির শর্তাবলী  খতিয়ে দেখার পরই  ক্লাব কর্তাদের স্বাক্ষরের বিষয়ে সম্মতি দিয়েছেন।

আরও পড়ুন: খেলেছিলেন পাকিস্তানের জার্সিতেও, ফুটবলের সঙ্গে ক্রিকেটেও সেরা বলাই দে

 এরপরেই ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা চুক্তি স্বাক্ষরের বিষয়ে চুড়ান্ত সম্মতি জানিয়ে দিয়েছে ইমামি গ্রুপের কাছে। নতুন সপ্তাহেই চুড়ান্ত স্বাক্ষরের বিষয়টি সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন,“আমরা যা পেয়েছি সেটা খতিয়ে দেখে পাঠিয়ে দিয়েছি। আশা করব, সপ্তাহের প্রথম দিকে চুক্তি স্বাক্ষর হয়ে যাবে। ওনারাও চেষ্টা করছেন প্রথম দিকে চুক্তি স্বাক্ষর সম্পন্ন করার। এই ব্যাপারে আমাদের সঙ্গে কথা হয়েছে। আমাদের আলোচনায় যা কথা হয়েছিল সেই মতই চুক্তিপত্র এসেছে। আমরাও তা সম্মতি জানিয়েই পাঠিয়ে দিয়েছি। ” ইতিমধ্যে কোম্পানি গঠনের জন্য আবেদন করাও হয়ে গিয়েছে। সূত্রের খবর,  ইমামি ইস্টবেঙ্গল এফ সি প্রাইভেট লিমিটেড নামে নথিভুক্তকরন হচ্ছে। 

Advertisement

আরও পড়ুন: খারাপ ফর্ম অব্যহত বিরাটের, পাশে পেলেন জোকোভিচ, পিটারসনদের

চুক্তি এবং কোম্পানি গঠনের বিষয়টি সম্পূর্ন হলেই দলগঠনের বিষয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হবে।  দলগঠন করবে নতুন কোম্পানি। ইতিমধ্যে ক্লাবের তরফ থেকে একটি ফুটবলার তালিকা পাঠান হয়েছে।  পাশাপাশি ভালোমানের বিদেশি ফুটবলার এবং কোচ খোঁজার কাজ চলছে। শোনা যাচ্ছে কোচের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement