Advertisement

East Bengal Transfer News: বোরহাকে সই করাল ইস্টবেঙ্গলে, আগেই জানিয়েছিল bangla.aajtak.in

ইস্টবেঙ্গলে (East Bengal) সই করলেন স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা (Borja Herrera)। bangle.aajtak.in আগেই জানিয়েছিল সেই সম্ভাবনার কথা। অবেশেষে সরকারিভাবে সই করার কথা জানানো হল ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। এর আগে হায়দরাবাদ এফসিতে খেলতেন এই তারকা ফুটবলার। 

ইস্টবেঙ্গলের জার্সিতে বোরহাইস্টবেঙ্গলের জার্সিতে বোরহা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jun 2023,
  • अपडेटेड 2:03 PM IST
  • স্প্যানিশ মিডফিল্ডার সই করলেন ইস্টবেঙ্গলে
  • বোরহাকে সই করাল ইস্টবেঙ্গলে

ইস্টবেঙ্গলে (East Bengal) সই করলেন স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা (Borja Herrera)। bangle.aajtak.in আগেই জানিয়েছিল সেই সম্ভাবনার কথা। অবেশেষে সরকারিভাবে সই করার কথা জানানো হল ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। এর আগে হায়দরাবাদ এফসিতে খেলতেন এই তারকা ফুটবলার। 
 

কত টাকা খরচ হচ্ছে বোরহাকে সই করাতে?
ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী, ২ কোটি ৪০ লক্ষ টাকা খরচ করতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। হায়দরাবাদের (Hyderabad FC) সঙ্গে মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে বোরহার। সেই জন্যই কোনও ট্রান্সফার ফি দিতে হচ্ছে না লাল-হলুদ ক্লাবকে। শেষ মরশুমে ২০টা ম্যাচ খেলেছেন বোরহা। চারটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট রয়েছে তাঁর। ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার খেলতে পারেন বিভিন্ন পজিশনে। দরকার মতো অ্যাটাকিং মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার এমনকি লেফট উইং-এও খেলতে পারেন তিনি। ফলে এমন ফুটবলারকে দলে পেলে সুবিধা হবে লাল-হলুদের।

বোরহাকে সই করাল ইস্টবেঙ্গল (ছনি সৌজন্যে: ইমামি ইস্টবেঙ্গল

আরও পড়ুন: বোরহাকে তুলছে ইস্টবেঙ্গল, কত খরচ পড়ছে?

আরও পড়ুন

এই ৩০ বছর বয়সী মাঝমাঠের খেলোয়াড়টি স্পেনের অনেক ক্লাবেই খেলেছেন। ইউনিয়ন ভিয়েরা (Union Viera CF), রিয়াল ভালাদোলিদ (Real Valladolid CF), রিউজ দেপ্রোতিও (Reus Deportiu), লাস পালমাস (Las Palmas FC) এবং হিউরাক্যান অনূর্ধ্ব-১৯ (Huracan FC U-19) দলের হয়েও খেলেছেন বোরহা। লা লিগাতে (La Liga)  তাঁর প্রথম অভিষেক হয়, ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর। 
বোরহা হেরেরা হায়দরাবাদ এফসিতে যোগ দেন ২০২২ সালে। আইএসএলে (ISL) তিনি প্রথম ম্যাচটি খেলেন নর্থইস্ট ইউনাইটেডের (North East United) বিরুদ্ধে। গত ২০২২-২৩ মরশুমে, হায়দরাবাদ জার্সি গায়ে ২২টি ম্যাচে মাঠে নামেন বোরহা হেরেরা। তাঁর পাসিং অ্যাকিউরেসি ৬৩%। শুধু তাই নয়, শেষ মরশুমে ৫টি অ্যাসিস্ট ছাড়াও করে ফেলেছেন ৪টি গোল। সুতরাং বোঝাই যাচ্ছে যে, এহেন একজন এফেক্টিভ মিডফিল্ডারকে দলে নিতে পারলে নিঃসন্দেহে টিমের শক্তি বৃদ্ধি পাবে। 

দলে এর আগে যোগ দিয়েছেন নন্দকুমার। আর এবার বোরহার সঙ্গে চুক্তি সেরে ফেলল ইস্টবেঙ্গল ক্লাব। এক বছরের জন্য এই স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে চুক্তি করল ইমামি ইস্টবেঙ্গল। 

Read more!
Advertisement
Advertisement