Advertisement

Sunil Chhetri: রোনাল্ডো-মেসির পাশেই সুনীলের ছবি, ভারতের ক্যাপ্টেনকে বড় সম্মান FIFA-র

ইতিমধ্যেই গোল সংখ্যা নিরিখে কিংবদন্তি পুসকাসকে ধরে ফেলেছেন ভারতের ক্যাপ্টেন। কিছুটা দূরে রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

ফিফার পোস্টারে মেসি-রোনাল্ডোর সঙ্গে সুনীল  ফিফার পোস্টারে মেসি-রোনাল্ডোর সঙ্গে সুনীল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Sep 2022,
  • अपडेटेड 2:39 PM IST
  • সুনীলকে সম্মান ফিফার
  • ভাইরাল সেই ছবি

সুনীল ছেত্রীকে (Sunnil Chhetri) চেনেন না লিওনেল মেসি (Lionel Messi) বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা (Cristiano Ronaldo)। তবে এবার ভারতীয় তারকাকে চেনানোর দায়িত্ব নিল খোদ ফিফা (FIFA)। ইতিমধ্যেই গোল সংখ্যা নিরিখে কিংবদন্তি পুসকাসকে ধরে ফেলেছেন ভারতের ক্যাপ্টেন। কিছুটা দূরে রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবুও সুনীলকেই চেনেন না বিশ্বের অধিকাংশ ফুটবলপ্রেমী। আর তাই নিজেদের টুইটারে রোনাল্ডো-মেসির পাশাপাশি ভারতের কিংবদন্তি ফুটবলারের ছবিও শেয়ার করল ফিফা।

ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক সিরিজে সুনীল

আসলে 'ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক' সিরিজে জায়গা পেয়েছেন সুনীল। তাই সুনীলকে নিয়ে ডকুমেন্টারি তৈরি হয়েছে। যা দেখা যাবে ফিফা প্লাসের ওয়েবসাইটে। ফিফা নিজেই সোশ্যাল মিডিয়া জানিয়েছে এই খবর।

আরও পড়ুন

তিন নম্বরে সুনীল

সক্রিয় ফুটবলারদের মধ্যে গোল করার নিরিখে তিন নম্বর রয়েছেন সুনীল। আন্তর্জাতিক ফুটবলে ভারতের হয়ে এখনও পর্যন্ত ১৩২টি ম্যাচে ৮৪ টি গোল করেছেন তিনি। শুধু তাই নয়, সর্বকালের সেরা গোল স্কোরারদের মধ্যে ৫ নম্বরে রয়েছেন ভারতের তারকা (Indian Football)। তাঁর আগেই রয়েছেন বিশ্ব ফুটবলের দুই তারকা মেসি এবং রোনাল্ডো। ১৬৩ টি ম্যাচে আর্জেন্টিনার হয়ে মেসি গোল করেছেন ৮৮টি অন্যদিকে অনেকটাই এগিয়ে রোনাল্ডো। ১৯০ টি ম্যাচে পর্তুগালের হয়ে ১১৭ টি গোল রয়েছে তাঁর। সেই তুলনায় সুনীল অনেকটা পিছিয়ে থাকলেও ভারতের ফুটবলের ইতিহাসে তিনি সর্বোচ্চ গোল স্কোরার। শুধু তাই নয় উপমহাদেশে তাঁর ধারের কাছে কেউ নেই। গত দেড় যুগ ধরে শাসন করে চলেছেন সুনীল। এফসি চ্যালেঞ্জ কাপ, নেহেরু কাপ, সাপ কাপ সহ একাধিক টুর্নামেন্টে ভারতের মুখ উজ্জ্বল করেছেন সুনীল ছেত্রী। 

২০২১ সালের সাফ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ২০২৩ সালে এএফপি এশিয়ান কাপে খেলার যোগ্যতাও অর্জন করে নিয়েছে ভারতের ফুটবল দল আর সে ক্ষেত্রে সুনীলের অবদান অনস্বীকার্য। শুধু তাই নয় ক্লাব ফুটবলেও দারুন সুনামের সঙ্গে খেলছেন সুনীল। সদ্য কলকাতায় অনুষ্ঠিত ডুরান্ড কাপেও বেঙ্গালুরু এফসিকে চ্যাম্পিয়ন করেছেন তিনি।

Advertisement
Read more!
Advertisement
Advertisement