Advertisement

FIFA World Cup 2022: নেইমাররা চ্যাম্পিয়ন হলে নগ্ন হবেন এই ব্রাজিলিয়ান মডেল, তবে...

এক সময় ছিলেন পুলিশকর্মী। তবে মন টেকেনি সেই পেশায়। সেই জন্য শুরু করেন মডেলিং। পেশা পরিবর্তন করতেই খ্যাতি ছড়িয়ে পড়ে তাঁর। এবার বিশ্বকাপের আসরেও আলোচনায় তিনি। নেইমারদের (Neymar) উজ্জীবিত করতে দারুণ প্রস্তাব দিলেন ব্রাজিলিয়ান মডেল টাটি ওয়েগ (Tati Weg)।

ব্রাজিলিয়ান মডেল টাটি ওয়েগ ব্রাজিলিয়ান মডেল টাটি ওয়েগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Nov 2022,
  • अपडेटेड 6:41 PM IST
  • ব্রাজিল জিতলে নগ্ন হবেন মডেল
  • তবে একটা শর্ত রয়েছে তাঁর

এক সময় ছিলেন পুলিশকর্মী। তবে মন টেকেনি সেই পেশায়। সেই জন্য শুরু করেন মডেলিং। পেশা পরিবর্তন করতেই খ্যাতি ছড়িয়ে পড়ে তাঁর। এবার বিশ্বকাপের আসরেও আলোচনায় তিনি। নেইমারদের (Neymar) উজ্জীবিত করতে দারুণ প্রস্তাব দিলেন ব্রাজিলিয়ান মডেল টাটি ওয়েগ (Tati Weg)।

ব্রাজিলিয়ান মডেলের প্রস্তাব, ব্রাজিল  (Brazil) বিশ্বকাপের ফাইনালে উঠলে নিজের নগ্ন ছবি প্রকাশ করবেন তিনি। যদিও একটা শর্ত রয়েছে, ব্রাজিলের সঙ্গে ফাইনালে পৌঁছতে হবে জার্মানিকেও (Germany)। ২০১৪ সালের বিশ্বকাপে এই জার্মানির বিরুদ্ধেই ৭-১ গোলে হেরে বিদায় নিয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে ২০০২ সালে অলিভার কানের জার্মানিকে হারিয়েই পঞ্চমবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল দল।

আরও পড়ুন

ব্রাজিলের বাসিন্দা হলেও টাটি বিশ্বকাপের এক সৌন্দর্য প্রতিযোগিতায় জার্মানির প্রতিনিধিত্ব করছেন। তাই কার্যত ধর্ম সংকটে পড়েছেন এই মডেল। সে জন্যই নিজের দুই দেশকে ফাইনালে দেখতে চান তিনি। যদিও টাটি মনে করেন, ২০১৪ বিশ্বকাপে হারের বদলা নিতে পারবে নেইমারের ব্রাজিল। তিনি আরও জানিয়েছেন, তাঁর পরিবার জার্মান হলেও, ব্রাজিলের এমন হারে দুঃখ পেয়েছিলেন তিনি ও পরিবারের অন্য সদস্যরাও। 

ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার রয়েছে টাটির। বিভিন্ন সময় বিকিনিতে দেখা যায় তাঁকে। তবে বিশ্বকাপ ফাইনালে জার্মানি ও ব্রাজিল উঠে গেলে সেটাও সরিয়ে ফেলবেন তিনি। ব্রাজিল প্রথম দুই ম্যাচে জিতে শেষ ১৬ তে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। তবে সমস্যায় রয়েছে টাটির আরেক পছন্দের দল জার্মানি। প্রথম ম্যাচে জাপানের (Japan) বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের পর স্পেনের (Spain) বিরুদ্ধেও কোনো রকমে ড্র করে লড়াইয়ে টিকে রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ানরা। দুই দল বিশ্বকাপের ফাইনালে যেতে পারবে কি না তা সময় বলবে। তবে টাটির প্রস্তাব যে দুই দলের সব ফুটবলারদের আরো ভালো খেলতে উজ্জীবিত করতে পারে, তা বলাই বাহুল্য।

Advertisement

Read more!
Advertisement
Advertisement