ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) অভিষেক মরশুমেই চ্যাম্পিয়ন হয়েছে গুজরাত টাইটানস (GT)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে শিরোপা জিতেছে গুজরাত টাইটান্স। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে জয়ের পর, তার স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ আবেগপ্রবণ হয়ে পড়েন এবং হার্দিককে মাঠে নেমে জড়িয়ে ধরেন।
শুভমান গিল যখন জয়সূচক ছক্কা হাঁকান, তখনই মাঠে ছুটে আসেন গুজরাত টাইটান্সের খেলোয়াড়রা। তাদের সঙ্গে মাঠে ছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। কিছুক্ষণ পর হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচও স্ট্যান্ড থেকে মাটিতে এসে স্বামীকে জড়িয়ে ধরেন।
নাতাশা অনেকক্ষণ ধরে হার্দিককে জড়িয়ে ধরেন এবং তিনিও আবেগপ্রবণ হয়ে পড়েন। নাতাশা গোটা আইপিএল জুড়ে গুজরাত টাইটান্সের দলকে ক্রমাগত সমর্থন করে চলেছেন।
এই ম্যাচে রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে ১৩০ রান করেছিল। রাজস্থানের ব্যাটিং সম্পূর্ণ ব্যর্থ, শুধুমাত্র জস বাটলার ৩৯ রান করতে পারেন। সেটাই ছিল রাজস্থান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। জবাবে গুজরাত টাইটান্স সহজেই এই লক্ষ্য অর্জন করে, গুজরাট মাত্র ৩ উইকেট হারিয়ে এই লক্ষ্য অর্জন করে।
আরও পড়ুন: IPL 2022-এ টাকার বৃষ্টি! কত কোটি টাকা পেলেন হার্দিক-বাটলাররা?
আরও পড়ুন: IPL-এ বিশ্বরেকর্ড, বৃহত্তম জার্সি বানিয়ে গিনেস বুকে নাম BCCI-এর
হার্দিক পান্ডিয়া গুজরাত টাইটান্সের নায়ক অধিনায়ক হার্দিক, ফাইনাল ম্যাচে ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবেও দারুণ তিনি। বোলিং করার সময় ৩ উইকেট নেন এবং ব্যাটিংয়ে ৩৪ রান করে অপরাজিত থাকেন। হার্দিক পান্ডিয়া ছাড়াও শুভমান গিল ফাইনালে ৪৫ রান করেন এবং শেষ পর্যন্ত ছক্কা মেরে দলকে চ্যাম্পিয়ন করেন।