Advertisement

India vs England 5th Test: ম্যাচের আগে পুষ্পা রাজ বিরাট, দাঁড়ি বুলিয়ে 'ঝুঁকে গা নেহি' স্টাইল, VIDEO

ম্যাচের আগে নেটে প্রচুর ঘাম ঝড়িয়েছেন বিরাট কোহলি। ওপেনার শুভমান গিলের সামনে 'পুষ্পা' ছবির সিগনেচার স্টাইল অনুকরণ করেন বিরাট এবং গিলকে কিছু বলতে থাকেন। কোহলি কী বলছেন তা বোঝা না গেলেও এই ভিডিওটি বেশ ভাইরাল হচ্ছে। 

বিরাটের পুষ্পা সেলিব্রেশন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jul 2022,
  • अपडेटेड 4:27 PM IST
  • খোশমেজাজে বিরাট
  • পুষ্পা স্টাইলে মাতলেন তিনি

ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টের আগে 'পুষ্পা' অবতারে দেখা গিয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। টেস্ট ম্যাচের আগে তাঁকেও পুষ্পা স্টাইলে খেলতে দেখা যাবে বলেই কি এমন ইঙ্গিত দিলেন বিরাট? 'পুষ্পা' একটি দক্ষিণ ভারতীয় ছবি হলেও, এই ছবির সিগনেচার স্টাইল বেশ বিখ্যাত হয়ে উঠেছে গোটা দেশে।

গত বছর ভারত ও ইংল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হয়েছিল। এরপর করোনার কারণে পঞ্চম টেস্ট অনুষ্ঠিত হয়নি। যেটি শুক্রবার থেকে এজবাস্টনে খেলা হবে। আজ (১ জুলাই) থেকে শুরু হবে এই ম্যাচ। বর্তমানে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারতীয় দল।

ভাইরাল কোহলির ভিডিও

ম্যাচের আগে নেটে প্রচুর ঘাম ঝড়িয়েছেন বিরাট কোহলি। ওপেনার শুভমান গিলের সামনে 'পুষ্পা' ছবির সিগনেচার স্টাইল অনুকরণ করেন বিরাট এবং গিলকে কিছু বলতে থাকেন। কোহলি কী বলছেন তা বোঝা না গেলেও এই ভিডিওটি বেশ ভাইরাল হচ্ছে। 

এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কোহলি

কোহলি নিজেও একটি ছবি শেয়ার করেছেন এবং বলেছেন যে তিনি এই ম্যাচের জন্য আর অপেক্ষা করতে পারছেন না। এই ছবিতে এজবাস্টন স্টেডিয়ামের ট্র্যাকে ছুটছেন কোহলি!

টসে জিতেছে ইংল্যান্ড

পঞ্চম টেস্টে প্রথমবার ভারতীয় দলের ক্যাপ্টেন হিসেবে টস করতে গিয়েছিলেন বুমরা। তবে টসে হারতে হয় তাঁকে। মেঘলা আকাশে দারুণ বল করছেন অ্যান্ডারসন ও ব্রড। ভারতীয় ব্যাটাররাও যথেষ্ট দেখে খেলার চেষ্টা করছেন। যদিও ২৭ রানের মাথাতেই শুভমন গিলের উইকেট হারিয়েছে ভারত।     

ভারতীয় টেস্ট স্কোয়াড:

জসপ্রীত বুমরা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হনুমা বিহারী, চেতেশ্বর পূজারা, মায়াঙ্ক আগরওয়াল, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, উমেশ যাদব।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement