Advertisement

Team India: দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে উমরান-হার্দিক, বিশ্রামে রোহিত-বিরাটরা

লোকেশ রাহুল-কে অধিনায়ক করে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহ। বিরাট কোহলি, ঋষভ পান্ত সহ একাধিক ক্রিকেটারকে। অন্যদিকে দলে আসা দীনেশ কার্তিক শেষবার টি-টোয়েন্টি এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০১৯ সালের বিশ্বকাপে। তারপর আর সুযোগ পাননি তিনি। ঘরোয়া ক্রিকেট আইপিএল এর পাশাপাশি ধারাভাষ্য নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। তবে আইপিএল শুরু হতেই দারুণ ছন্দে দেখা যায় তাঁকে। একের পর এক ম্যাচ জেতাতে থাকেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। আইপিএল-এ দারুণ পারফর্ম করায় দলে এসেছে হার্দিক পান্ডিয়া। তিনি টি২০ বিশ্বকাপের পর আর ভারতীয় দলে সুযোগ পাননি। 

রোহিত শর্মা ও বিরাট কোহলি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 May 2022,
  • अपडेटेड 6:02 PM IST
  • দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেই রোহিত বিরাটরা
  • দলে এলেন উমরান

আগামী রবিবার শেষ হয়ে যাচ্ছে আইপিএল এরপর ৯ জুন থেকে শুরু ভারত দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ চলবে ১৯ জুন পর্যন্ত। এরপর ভারতের ইংল্যান্ড সফর রয়েছে। আয়ারল্যান্ডে দুটি টি-টোয়েন্টি খেলবে তারা। তার আগেই বিসিসিআই দল ঘোষণা করে দিল। আইপিএলে ভাল পারফর্ম করার জন্য একাধিক বদল হল ভারতীয় দলে। দীনেশ কার্তিক কামব্যাক করলেন ভারতীয় দলে। রবিবার দুটি দল বেছে নেন ভারতের নির্বাচকরা।

 লোকেশ রাহুল-কে অধিনায়ক করে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহ। বিরাট কোহলি, ঋষভ পান্ত সহ একাধিক ক্রিকেটারকে। অন্যদিকে দলে আসা দীনেশ কার্তিক শেষবার টি-টোয়েন্টি এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০১৯ সালের বিশ্বকাপে। তারপর আর সুযোগ পাননি তিনি। ঘরোয়া ক্রিকেট আইপিএল এর পাশাপাশি ধারাভাষ্য নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। তবে আইপিএল শুরু হতেই দারুণ ছন্দে দেখা যায় তাঁকে। একের পর এক ম্যাচ জেতাতে থাকেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। আইপিএল-এ দারুণ পারফর্ম করায় দলে এসেছে হার্দিক পান্ডিয়া। তিনি টি২০ বিশ্বকাপের পর আর ভারতীয় দলে সুযোগ পাননি। 

এবারের আইপিএলের দাপট দেখিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের বোলার উমরান মালিক। তাঁর গতিতে মুগ্ধ সকলেই। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় উমরানের প্রশংসা করেছেন। তিনিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে সুযোগ পেয়েছেন।

আরও পড়ুন: এই তরুণী কি ইশান কিশানের গার্লফ্রেন্ড'? ছবি VIRAL

আরও পড়ুন: রিঙ্কু সিংয়ের ইনিংস ভুলতে পারছেন না আমির, দেখুন VIDEO

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দলে রয়েছেন চেতেশ্বর পূজারা। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে দারুণ ব্যাট করছেন তিনি। তার সঙ্গে যথেষ্ট অভিজ্ঞতাও রয়েছে তাঁর। সেই কারণেই তাঁকে দলে নেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য টিম ইন্ডিয়া: কেএল রাহুল (অধিনায়ক), ঋতুরাজ গায়কওয়াড়, ইশান কিশান, দীপক হুডা, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (সহ-অধিনায়ক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ড্য, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল , রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষাল প্যাটেল, আভেশ খান, আরশদীপ সিং, উমরান মালিক।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের জন্য টিম ইন্ডিয়া: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার,  হনুমা বিহারী, চেতেশ্বর পূজারা, ঋষভ পান্ত, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জাসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ 

 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement