Advertisement

IND vs SL Eden Gardens: ইডেনে ভারত VS শ্রীলঙ্কা ওয়ানডে, কীভাবে মিলবে টিকিট-কত দাম?

বৃহস্পতিবার ইডেনে (Eden Gardens) দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা (IND vs SL ODI Series 2023)। ইডেনে বহুদিন পরে একদিনের ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। ফলে টিকিটে চাহিদা তুঙ্গে। গত রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ভারত-শ্রীলঙ্কা  (IND vs SL 2nd ODI) ম্যাচের টিকিট বিক্রি। 

ইডেন গার্ডেন্স
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jan 2023,
  • अपडेटेड 11:46 AM IST
  • আগামীকাল ইডেনে খেলবে টিম ইন্ডিয়া
  • দ্বিতীয় ম্যাচে নামছে ভারত

বৃহস্পতিবার ইডেনে (Eden Gardens) দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা (IND vs SL ODI Series 2023)। ইডেনে বহুদিন পরে একদিনের ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। ফলে টিকিটে চাহিদা তুঙ্গে। গত রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ভারত-শ্রীলঙ্কা  (IND vs SL 2nd ODI) ম্যাচের টিকিট বিক্রি। 

কীভাবে পাবেন দ্বিতীয় একদিনের ম্যাচের টিকিট?
সিএবি সূত্রে খবর, অনলাইন ও কাউন্টার মিলিয়ে মোট ১৫ হাজার টিকিট (IND vs SL Eden Gardens Ticket Price) বিক্রির জন্য রাখা হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম ৬৫০ টাকা। সর্বাধিক ১৫০০ টাকার টিকিট বিক্রি করা হচ্ছে। এছাড়াও ১০০০ টাকা দামের টিকিটও বিক্রি করা হচ্ছে। অনলাইনে বুক মাই শো- থেকেও পাওয়া যাচ্ছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের টিকিট। তবে সে ক্ষেত্রে ইডেনে গিয়ে এই টিকিট রিডিম করতে হবে। 

আরও পড়ুন: IPL-এ পন্ত না থাকায় সমস্যা হবে DC-র? যা বললেন সৌরভ...

অফলাইনে টিকিট কীভাবে পাওয়া যাবে?
কাউন্টার থেকে অফলাইন টিকিট দেওয়াও শুরু হয়ে গিয়েছে। বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের ৪ নম্বর গেট থেকে জনসাধারণের জন্য টিকিট বিক্রি করা হচ্ছে। ম্যাচের আগের দিন বুধবার পর্যন্ত টিকিট বিক্রি করবে সিএবি। প্রথম দিন থেকেই দর্শকদের মধ্যে টিকিটের চাহিদা রয়েছে। 

আরও পড়ুন: দাসুন শনাকার বিরুদ্ধে ম্যানকাডিং-এর আপিল করলেন না রোহিত, কেন?


পেলেকে বিশেষ সম্মান জানাবে সিএবি
প্রয়াত ফুটবল সম্রাট পেলেকেও সম্মান জানাবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। ১৯৭৭ সালে ইডেনেই মোহনবাগানের বিরুদ্ধে খেলেছিলেন পেলে। এরপর কলকাতা ও ভারতে এলেও কোনওদিনই মাঠে নামেননি পেলে। সেই জন্যই ইডেনের সঙ্গে পেলের সম্পর্ক বেশ স্পেশাল। প্রয়াত ফুটবল সম্রাটকে ম্যাচের আগে শ্রদ্ধা জানান হবে। ১৯৭৭ সালের ঐতিহাসিক ম্যাচের কিছু ছবিও জোগাড় করেছে সিএবি। ম্যাচের আগে লেসার শো-এর মাধ্যমে সেই মুহূর্ত তুলে ধরা হবে।  

Advertisement

প্রথম ম্যাচে গুয়াহাটিতে ৬৭ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। দারুণ সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। রান পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মাও। প্রথমে ব্যাট করে ৩৭৩ রান করে ভারত। শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ৩০৬ রানে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement