Advertisement

Tokyo Olympics: একাধিক পদকের আশা! এক ক্লিকে আজ ভারতের পারফরম্যান্স...

ভারতের আজ অলিম্পিকে একটা অন্যতম সেরা দিন ছিল। শুক্রবার শুরু থেকেই দিনটা ভাল হয়েছিল ভারতের জন্য। প্রথমে দীপিকা কুমারীর জয় তারপর লভলিনা বরগোঁইনের পদক পাকা করা। সব মিলিয়ে কেমন গেল ভারতের দিন! দেখে নিন এক নজরে।

পিভি সিন্ধু ও লভলিনা বরগোঁইন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jul 2021,
  • अपडेटेड 7:30 PM IST
  • জয় পেয়ে সেমিতে পিভি সিন্ধু
  • পদক নিশ্চিত করলেন লভলিনা বরগোঁইন
  • হকিতে বড় জয় ভারতের

ভারতের আজ অলিম্পিকে একটা অন্যতম সেরা দিন ছিল। শুক্রবার শুরু থেকেই দিনটা ভাল হয়েছিল ভারতের জন্য। প্রথমে দীপিকা কুমারীর জয় তারপর লভলিনা বরগোঁইনের পদক পাকা করা। আর দিনের শেষে ভারতীয় হকি দলের দুরন্ত জয় একই সঙ্গে পিভি সিন্ধুর সেমিফাইনালে ওঠা। সব মিলিয়ে অলিম্পিকে টোকিওর অন্যতম সেরা দিন এটি। ভারত পদক না জিতলেও অনেক গুলি পদকের আশা জাগিয়ে ফেলেছে ভারত।

বক্সিং: লভলিনা বোরগোঁইন ভারতের হয়ে পদক নিশ্চিত করেন, মহিলা ওয়েল্টারওয়েট কোয়ার্টারে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন তাইওয়ানের চেনকে পরাজিত করেন তিনি।

তিরন্দাজি: দীপিকা কুমারী প্রথমে প্রি-কোয়ার্টার ফাইনালে জয় পান। তারপর কোয়ার্টার ফাইনালে ০-৬ হারেন কোরিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে, অলিম্পিক পদকের স্বপ্ন ২০২১ সালে শেষ ভারতের এই তিরন্দাজের।

হকি: পুল এ-তে নিজেদের অ্যাকাউন্ট খোলার জন্য আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ভারতীয় মহিলা। এই ম্যাচে দারুণ জয় পেয়েছেন রানি রামপালরা।

অ্যাথলেটিক্স: দ্যুতি চাঁদ মহিলাদের ১০০ মিটার হিটে ৫-এর সপ্তম স্থান অর্জন করেছেন, পরের রাউন্ডে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছেন তিনি।

অ্যাথলেটিক্স: অবিনাশ সাবেল নিজের জাতীয় রেকর্ড ভঙ্গ করেছেন, পুরুষদের 3000 মিটার স্টিপ্লেচেসে 8: 18.12 এর টাইমিং রয়েছে তবে চূড়ান্ত পর্যায়ে কোয়ালিফাই করতে পারেননি তিনি।

শ্যুটিং: মনু ভাকর ২০২০ টোকিওতে ২৫ মিটার পিস্তল উইমেন ফাইনাল কোয়ালিফাই করতে পারেননি।

বক্সিং: সিমরঞ্জিত কৌর থাইল্যান্ডের সুদাপর্ণের সর্বসম্মত সিদ্ধান্তে তার মহিলাদের লাইটওয়েট রাউন্ড অফ ১৬-এ হেরেছেন।

সেলিং: লেজারের যাত্রায় ভারতের আশা শেষ হয় বিষ্ণু সরভানন (স্ট্যান্ডার্ড) ৩৫ জনের মধ্যে ২০ তম এবং নেত্রা কুমানান (রেডিয়াল) ৪৪ রেসারের মধ্যে ৩৫ তম স্থানে এসে শেষ করেছিলেন।

অ্যাথলেটিক্স: এমপি জবির পুরুষদের ৪০০ মিটার হারডলসের ফাইনালে বাছাই পেতে ব্যর্থ, ব্যক্তিগত সেরা ম্যাচ না করতে পেরে ৩৩ তম স্থানে শেষ করেন তিনি।

Advertisement

ব্যাডমিন্টন: পিভি সিন্ধু জাপানের আকানে ইয়ামাগুচিকে ২১-১৩, ২২-২০ ফলে হারিয়ে মহিলা একক সেমিফাইনালে  পৌঁছে গিয়েছেন পিভি সিন্ধু ভারতীয় শাটলার।

হকি: ইন্ডিয়ান পুরুষ দল জাপানকে ৫-৩ গোলে পরাজিত করে পুল এ-তে দ্বিতীয় নম্বরে শেষ করেছে। ৫ খেলার মধ্যে ৪ টিতে জয় পেয়েছে ভারত।

অ্যাথলেটিক্স: ভারতের মিক্সড রিলে টিম (৪x৪০০ মিটার) হিট ২-এ শেষ স্থানে করেছে। এই ইভেন্টের চূড়ান্ত ও ফাইনালে যেতে পারেনি দল। ফলে অষ্টম স্থানে শেষ করেছে দল।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement