Advertisement

Team India T20 World Cup 2022: T20 বিশ্বকাপে ভারতের দল ঘোষণা শীঘ্রই, কারা থাকতে পারেন?

ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে আয়োজক দেশ অস্ট্রেলিয়া। বাকি সমস্ত দেশকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা করতে নির্দেশ দিয়েছে আইসিসি। রোহিত শর্মার নেতৃত্বে দারুণ ছন্দে রয়েছে ভারতীয় দল।

টিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Sep 2022,
  • अपडेटेड 12:40 PM IST
  • কিছুদিনের মধ্যেই ঘোষিত হবে টি২০ বিশ্বকাপের দল
  • ফিট হয়ে দলে আসতে পারেন বুমরা-হার্ষাল

এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোর নিশ্চিত করেছে ভারতীয় দল (Team India)। পাকিস্তান ও হংকং-কে পরপর দুই ম্যাচ হারিয়ে নিজেদের জায়গা পাকা করেছে টিম ইন্ডিয়া। তবে শুধু এশিয়া কাপ নয়, এই বছরেই অনুষ্ঠিত হতে চলেছে টি২০ বিশ্বকাপও (T20 World Cup 2022)। তার দিকেও নজর থাকবে রোহিত শর্মাদের (Rohit Sharma)। আর ১৩ দিনের মধ্যেই টি২০ বিশ্বকাপের দল ঘোষণা করে দেবে বিসিসিআই (BCCI)। এবারের টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে কাটরা সুযোগ পান সেদিকেই নজর রয়েছে সকলের।

ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে আয়োজক দেশ অস্ট্রেলিয়া। বাকি সমস্ত দেশকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা করতে নির্দেশ দিয়েছে আইসিসি। রোহিত শর্মার নেতৃত্বে দারুণ ছন্দে রয়েছে ভারতীয় দল। বিশ্বকাপের দলে তাই খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে দুই-এক জায়গায় পরিবর্তন আসতে পারে। 

টিম ইন্ডিয়া

আরও পড়ুন: সুপার ৪-এ শ্রীলঙ্কা, বাংলাদেশকে হারিয়ে 'নাগিন ডান্স' লঙ্কা ক্রিকেটারের, Viral

ভারতের সম্ভাব্য দল

১.  রোহিত শর্মা (অধিনায়ক)
২. কেএল রাহুল (সহ-অধিনায়ক)
৩. বিরাট কোহলি
৪. সূর্যকুমার যাদব
৫. ঋষভ পন্ত
৬. দীনেশ কার্তিক
৭. হার্দিক পান্ডিয়া
৮. রবীন্দ্র জাদেজা
৯. ভুবনেশ্বর কুমার
১০. জসপ্রীত বুমরাহ (এখন আহত)
১১. হর্ষাল প্যাটেল (এখন আহত)
১২. যুজবেন্দ্র চাহাল
১৩. রবিচন্দ্রন অশ্বিন
১৪. আর্শদীপ সিং
১৫. দীপক হুডা 

ফিট হতে হবে বুমরা-হার্ষালকে

দ্রুত ফিট হয়ে ভারতীয় দলে ফিরতে হবে জসপ্রীত বুমরাকে। ভারতের জন্য ভুবনেশ্বর-বুমরা জুটি দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাশাপাশি হার্ষাল প্যাটেলের ফেরাও খুব জরুরী। বিশেষ করে মাঝের ওভারে দারুণ কার্যকরী হতে পারেন ভারেতের এই জোরে বোলার। কারণ এশিয়া কাপে ভুবনেশ্বর ভাল বোলিং করলেও আভেশ খান বা আর্শদীপ সিং খুব ভাল ছন্দে নেই। হংকং-এর বিরুদ্ধে ম্যাচে প্রচুর রান দিয়েছিলেন এই দুই বোলার। 

Advertisement

আরও পড়ুন: Viral পোস্টার পোস্ট স্বয়ং সৌরভেরও, বায়োপিকে অভিষেক করছেন মহারাজ?

সুযোগ পেতে পারেন এরাও
ভাল পারফর্ম করতে পারলে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন শ্রেয়াস আইয়ার, আভেশ খান, উমরান মালিক, দীপক চাহার, রবি বিষ্ণোই, ইশান কিশানের মত ক্রিকেটাররা। তবে এদের মধ্যে আভেশ খান এশিয়া কাপে খেলছেন। তিনি যদি ভাল কিছু করে দেখাতে পারেন তবে অস্ট্রেলিয়াগামী ভারতীয় দলে সুযোগ পেতে পারেন তিনি।

আরও পড়ুন: মোহনবাগান-ইস্টবেঙ্গলের জার্সি পরে খেলছেন গণেশ, কোথায়?

কবে থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ?

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৬ অক্টোবর থেকে। ফাইনাল খেলা হবে ১৩ নভেম্বর। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ১৬টি দল অংশ নিচ্ছে, অস্ট্রেলিয়ার ৭টি ভিন্ন শহরে এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। গ্রুপ-২ এ জায়গা পেয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। 

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ম্যাচ

• ভারত বনাম পাকিস্তান, ২৩ অক্টোবর (মেলবোর্ন)
• ভারত বনাম গ্রুপ এ রানার আপ, ২৭ অক্টোবর (সিডনি)
• ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৩০ অক্টোবর (পার্থ)
• ভারত বনাম বাংলাদেশ, ২ নভেম্বর (অ্যাডিলেড)
• ভারত বনাম গ্রুপ বি বিজয়ী, ৬ নভেম্বর (মেলবোর্ন)     

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement