Advertisement

Indian Wrestlers Protest: 'ওরা কি বিচার পাবে?' কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে পোস্ট কপিল-নীরজের

ধর্নায় থাকা কুস্তিগীরদের (Indian wrestling) পাশে দাঁড়ালেন একাধিক ক্রীড়াব্যক্তিত্ব। এদিন টুইট করে পাশে থাকার বার্তা দিলেন তাঁরা। বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটদের পাশে দাঁড়িয়েছেন অলিম্পিক্সে সোনা জয়ী নীরজ চোপড়াও। জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে সরানোর দাবিতে যন্তর মন্তরে ফের ধর্না শুরু করেছেন দেশের বেশ কয়েক জন নামী কুস্তিগীর। কুস্তিগীর বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। এছাড়াও তাদের দাবি ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সকলের সামনে প্রকাশ করার।

মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় রেসলার ও কপিল দেব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Apr 2023,
  • अपडेटेड 7:42 PM IST

ধর্নায় থাকা কুস্তিগীরদের (Indian wrestling) পাশে দাঁড়ালেন একাধিক ক্রীড়াব্যক্তিত্ব। এদিন টুইট করে পাশে থাকার বার্তা দিলেন তাঁরা। বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটদের পাশে দাঁড়িয়েছেন অলিম্পিক্সে সোনা জয়ী নীরজ চোপড়াও। জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে সরানোর দাবিতে যন্তর মন্তরে ফের ধর্না শুরু করেছেন দেশের বেশ কয়েক জন নামী কুস্তিগীর। কুস্তিগীর বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। এছাড়াও তাদের দাবি ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সকলের সামনে প্রকাশ করার।

এবার এই আন্দোলনের পাশে ভারতকে প্রথমবার বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। পাশে দাঁড়িয়েছেন বাংলার ক্রিকেট দলের অধিনায়ক মনোজ তিওয়ারিও (Manoj Tiwary)। কপিল দেব তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে বজরং, সাক্ষী, বিনেশ-এর ছবি দিয়ে ক্যাপশনে তিনি লেখেন, 'ওরা কি ন্যায়বিচার পাবে?' কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে ট্যুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও (Mamata Banerjee)। টুইট করে তিনি লেখেন, 'আমাদের সবার এই কুস্তিগীরদের পাশে থাকা উচিত। যারা দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আমাদের ক্রীড়াবিদরা দেশের গর্ব। তারা চ‍্যাম্পিয়ন। দোষীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে, তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে। ন্যায়বিচারকে মূল্য দিতে হবে। সত্যের জয় হবেই।' 

আরও পড়ুন: 'আমার বিয়েতে নাচবেন বলেছেন শাহরুখ,' উচ্ছ্বসিত রিঙ্কু

এদিকে নীরজ চোপড়া কুস্তিগীরদের পাশে থেকে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ন্যায় বিচারের দাবিতে আমাদের দেশের ক্রীড়াবিদদের এভাবে রাস্তায় নামতে দেখে দুঃখ হচ্ছে। আমাদের মহান দেশের প্রতিনিধিত্ব করতে এবং বিশ্বমঞ্চে আমাদের গর্বিত করতে তাঁরা অনেক পরিশ্রম করেছেন। একটি জাতি হিসাবে, আমাদের দায়িত্ব প্রত্যেক ব্যক্তির মর্যাদা রক্ষা করা। তা সে ক্রীড়াবিদ হোক বা না হোক। যা হয়েছে, তা হওয়া উচিৎ নয়। এটা খুবই সংবেদনশীল একটি বিষয়। এবং নিরপেক্ষ এবং স্বচ্ছতার সঙ্গে এই নিয়ে পদক্ষেপ করা উচিত। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।'

Advertisement

আরও পড়ুন: 'আমার বিয়েতে নাচবেন বলেছেন শাহরুখ,' উচ্ছ্বসিত রিঙ্কু

রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে একাধিক মহিলা কুস্তিগীরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং অন্যান্য শীর্ষস্থানীয় কয়েকজন কুস্তিগীর দিল্লিতে প্রতিবাদ করছেন। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement