শিবম ও যশস্বীর ব্যাটে ভর করে ধোনিদের হেলায় হারাল রাজস্থান রয়্যালস। ১৫ বল বাকি থাকতেই চেন্নাই সুপার কিংসের দেওয়া টার্গেট তুলে নিল রাজস্থান রয়্যালস। মাত্র ১৯ বলে হাফসেঞ্চুরি করেন যশস্বী জসওয়াল। ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্য়ে মাত্র ১৯ বলে এই রান করেন তিনি। তবে সপ্তাম ওভারে আসিফের বলে আউট হন যশস্বী। তারপর ব্যাট হাতে জ্বলে ওঠেন তিনি ৪২ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন।
আরও পড়ুন : MI vs DC- IPL 2021 : মুম্বইয়ের হার, ছক্কা মেরে দিল্লিকে জেতালেন অশ্বিন
এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তোলে CSK। সেঞ্চুরি করেন রুতুরাজ। মাত্র ৬০ বল খেলে তিনি করেন ১০১ রান। রাজস্থানের হয়ে ৩টি উইকেট তুলে নেন রাহুল তেওতিয়া।
১৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে রাজস্থানের লিউস ২৭ রান করে আউট হন। তবে ব্যাট হাতে জ্বলে ওঠেন আর এক ওপেনার যশস্বী। মাত্র ১৯ বলে ৫০ রান করেন তিনি।শিবম দুবে ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ১৪ রান করে নট-আউট থাকেন গ্লেন ফিলিপস। এদিে সেঞ্চুরি করে কমলা টুপির দখল নেন রুতুরাজ গায়কোয়াড়।
প্রসঙ্গত, এদিনের ম্যাচটি জেতা রাজস্থানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। লিগ টেবিলের শীর্ষে থাকা দলকে হারিয়ে প্লে-অফে যাওয়ার রাস্তা খোলা রাখল তারা। চেন্নাই আগেই প্লে-অফের জন্য কোয়ালিফাই করে ফেলেছে। প্রথম দুটি স্থানে থাকার জন্যই এখন তাঁদের লড়াই। তবে এদিনের দুর্দান্ত জয় প্লে-অফের লড়াইয়ে নিয়ে এল রাজস্থানকেও।
আরও পড়ুন : মলদ্বীপে সোনার খোঁজ? স্কুবা ডাইভিংয়েও বর্শা ছুঁড়লেন নীরজ-ভাইরাল Video